এলভিভ: দ্বিতীয় দফার আলোচনাতেই রফাসূত্র মিলল না। তবে যুদ্ধের মধ্যেই আলোচনার দরজা খোলা রাখছে ইউক্রেন ও রাশিয়া (Russia-Ukraine Talk)। বৃহস্পতিবার দ্বিতীয় দফার আলোচনার পর রাশিয়া-ইউক্রেন, উভয়পক্ষই জানিয়েছে যে, খুব শীঘ্রই তৃতীয়বার আলোচনার টেবিলে বসা হবে। পোল্যান্ডের সীমান্তের কাছে বেলারুশে দুই দেশের আলোচনায় সাধারণ মানুষের উদ্ধারের জন্য মানবিক করিডোর (Human Corridor) গড়ে তোলার ব্যাপারে সম্মত হয়েছে উভয়পক্ষ। সাধারণ মানুষকে উদ্ধার এবং যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলগুলিতে খাদ্য ও ওষুধ পৌঁছে দিতে এই করিডোর গড়ে তোলার ব্যাপারে রাশিয়া ও ইউক্রেন সম্মত হয়েছে।
ইউক্রেন ও রাশিয়ার পক্ষে আলোচনায় অংশগ্রহণকারীরা বৃহস্পতিবার জানিয়েছেন, তৃতীয় দফার আলোচনা খুব শীঘ্রই শুরু হবে। আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতা তথা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরামর্শদাতা ভ্লাদিমির মেন্দিনিস্কি বলেছেন, দুই পক্ষের অবস্থান খুবই স্পষ্ট। সংঘর্ষের রাজনৈতিক সমাধান সংক্রান্ত ইস্যু সহ প্রতিটি বিষয় লেখা হয়েছে।
বিস্তারিত জানাতে গিয়ে মেন্দিনিস্কি বলেছেন, রাশিয়া ও ইউক্রেন নাগরিকদের সরিয়ে আসনে নিরাপদ করিডোর গড়ে তোলার ব্যাপারে অস্থায়ী সমঝোতায় পৌঁছে গিয়েছে। রাশিয়ার ন্যাশনালিস্ট আইনসভা সদস্য লিওনিজ স্লাটস্কি বলেছেন, পরবর্তী পর্বের আলোচনায় এ ব্যাপারে সমঝোতা হতে পারে। তা রুশ ও ইউক্রেনের পার্লামেন্টে অনুমোদিত হতে হবে।
সংবাদসংস্থা কিভ ইন্ডিপেনডেন্টকে উদ্ধৃত করে জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শদাতা মিখালিও পোডোলিয়াক বলেছেন, রাশিয়ার সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় সন্তুষ্ট হতে পারেনি ইউক্রেন। দুই দেশ খুব শীঘ্রই তৃতীয়বারের জন্য আলোচনায় বসবে।
পোডোলিয়াক আরও জানিয়েছেন যে, সাধারণ নাগরিকদের সরিয়ে নিয়ে যাওয়া ও যুদ্ধক্ষেত্রে খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার জন্য মানবিক করিডোর গড়ে তুলবে রাশিয়া ও ইউক্রেন।
এরইমধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ এক বিবৃতিতে পরিস্থিতি আরও সঙ্গীন হওয়ার ইঙ্গিত করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, তিনি আরও একবার রুশ প্রেসিডেন্টকে ইউক্রেনে হামলা বন্ধ করার কথা বলেছেন। কিন্তু পুতিন এখনই এমনটা করবে না।