নয়া দিল্লি: মঙ্গলবার রাষ্ট্রসংঘের তরফে জানা হয়েছে ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার আগ্রাসনের পর প্রায় ১.৪ মিলিয়ন শিশুরা উদ্বাস্তু হয়ে পড়ছে। এর অর্থ হল বর্তমানে প্রতি মিনিটে একজন করে শিশু শরণার্থী হচ্ছে। রাষ্ট্রসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, ইউক্রেনে গত ২০ দিনে গড়ে প্রতিদিন ৭০,০০০ শিশু উদ্বাস্তু হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতি মিনিটে একটি শিশু উদ্বাস্তু হচ্ছে। জেনেভায় এমনটাই জানান হয়েছে।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর প্রতিদিনই শরণার্থীর সংখ্যা বাড়ছে। যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সেনা বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও। ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে অবস্থান করছে রুশ বাহিনীর ৪০ মাইল দীর্ঘ একটি বহর। তারা যে কোনো সময় শহরটিতে হামলা চালাতে পারে। রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন, চিনে ফের লাফিয়ে বাড়ছে করোনা, ভাঙল আক্রান্তের সব রেকর্ড
২০ দিন ধরে রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্র ও গোলা বর্ষণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের একাধিক শহর। বিভিন্ন দিক থেকে এগোচ্ছে রাশিয়ার সেনা। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনীও। এরই মধ্যে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৮ জন।
এরইমধ্যে কিভের কাছে রুশ হামলায় আহত হয়েছেন ফক্স নিউজের সাংবাদিক বেঞ্জামিন হল। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়ার একটি ড্রোন পোল্যান্ড সীমান্তের মধ্যে ঢুকে পড়ে। তারপর দ্রুতই তা ফিরে আসে ইউক্রেনের আকাশসীমায়। সেটিকে গুলি করে নামানো হয়েছে। তবে এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমল। ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলারের নীচে নেমেছে তেলের দাম। আজ দুপুরে রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বিবৃতি দেওয়ার কথা।