ওয়াশিংটন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্রমশই বাড়ছে উত্তেজনার পারদ। ইউক্রেনে (ukraine) হামলার করার জন্য। আগে একাধিকবার রাশিয়াকে সতর্ক করেছে আমেরিকা। এবার আরও একধাপ এগিয়ে সুর চড়ালেন জো বাইডেন। ন্যাটোর (nato) সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাত হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করেছেন বাইডেন। সম্প্রতি জল্পনা শুরু হয়েছে যে ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের প্রয়োগ করতে পারে রাশিয়া। সেই সূত্র ধরেই রাশিয়াকে সতর্ক করেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (joe biden)। যদিও ইউক্রেনের  বারবার আবেদনের পরেও আমেরিকা (usa) সেনা পাঠাবে না। শুক্রবারও তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, 'ইউক্রেনে গিয়ে রাশিয়ার বিরুদ্ধে আমরা লড়ব না। ন্যাটোর সঙ্গে রাশিয়ার লড়াই হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে।' 


রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে চরম দাম দিতে হবে বলে সতর্ক করেছেন বাইডেন। তৃতীয় বিশ্বযুদ্ধ না বাঁধানোর জন্য রাশিয়াকে সতর্ক করেছেন বাইডেন। সম্প্রতি রাশিয়া অভিযোগ তোলে যে ইউক্রেন এবং আমেরিকা জৈব ও রাসায়নিক অস্ত্র তৈরি করছে। পাল্টা আমেরিকার অভিযোগ মস্কোই আসলে ওই অস্ত্র ব্যবহার করতে পারে।


রাশিয়ার (russia) বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা চাপিয়ে বাইডেন বলেছেন, 'রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তাহে তাদের চরম দাম দিতে হবে।'


ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে কোণঠাসা করতে আরও একটি নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। শুক্রবারই রাশিয়ার সঙ্গে সবরকম ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করার ঘোষণা করেছেন জো বাইডেন। এর পাশাপাশি ইউক্রেনকে ঘুরপথে সাহায্য করার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে আমেরিকা ও ইউরোপের দেশগুলি। একাধিক ভারী যুদ্ধাস্ত্র এবং গুরুত্বপূর্ণ সামরিক তথ্য দেওয়া হচ্ছে ইউক্রেনকে। এর আগে আমেরিকার বিরুদ্ধে জৈব অস্ত্র (biological weapon) তৈরির অভিযোগ তুলেছিল রাশিয়া। ২০১৮ সালে আমেরিকার অভিযোগ ছিল, জর্জিয়াতে আমেরিকা জৈব অস্ত্রাগার তৈরি করছে।


আরও পড়ুন: 'আমি দুই সন্তানের বাবা, কীভাবে রাসায়ানিক আক্রমণ করে মানুষ মারব?' আবেগপ্রবণ বার্তা জেলেনস্কির