কিভ : ছ’দিনের সামরিক অভিযানে ইউক্রেনের একের পর এক শহর গুঁড়িয়ে দিয়েছে রুশ সেনা। মঙ্গলবার ভারতীয় দূতাবাস থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে হামলা চালিয়েছে রাশিয়া। সেনা ঘাঁটির পর এবার রাজধানী কিভে টিভি’র টাওয়ারও উড়িয়ে দিল রুশ সেনা! সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রালয় জানিয়েছে, এই হামলার জেরে যন্ত্রসামগ্রীর ক্ষতি হয়েছে। তাই আপাতত কাজ করবে না চ্যানেল।
জনবহুল এলাকাতেও লাগাতার মিসাইল হামলা চালাচ্ছে রুশ বাহিনী। তার ফলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে মৃত্যু হয়েছে ৮ জন সাধারণ নাগরিকের। কিভের তরফে এর আগে জানানো হয়েছিল, রুশ হামলায় ১৪ জন শিশু-সহ ৩৫২ জন নাগরিকের মৃত্যু হয়েছে।
এর আগে রাজধানীর কাছেই একটি গ্রামে প্রসূতি হাসপাতালে গোলাবর্ষণ করেছে রুশ সেনা। এর আগে কিভ ও খারকিভের মধ্যবর্তী ওখতিরকা সেনাঘাঁটিতে রুশ হামলায় ৭০ জন ইউক্রেনিয় সেনার মৃত্যু হয়। পাল্টা ইউক্রেনের দাবি, যুদ্ধে সাড়ে ৫ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে ২৯টি যুদ্ধবিমান, ২৯টি হেলিকপ্টার, ১৯৮টি ট্যাঙ্ক সহ বহু সমরাস্ত্রর। এদিকে খারসন শহরও ঘিরে ফেলেছে রুশ সেনা। ভোলিন, টার্নোপিল, রিভনে ওব্লাস্ট-সহ ইউক্রেনের একাধিক শহরে জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট।
গতকাল কিভে পরপর হামলা চালায় রুশ বায়ুসেনা। পাল্টা রুশ এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দেয় ইউক্রেন। জেলেনস্কির দাবি, খারকিভে শান্তিপূর্ণ জনবহুল এলাকায় রকেট হামলা চালায় রাশিয়া। এই পরিস্থিতিতে যে সমস্ত বিদেশি নাগরিকরা স্বেচ্ছাসেবী হিসেবে ইউক্রেনের হয়ে যুদ্ধে লড়তে চান তাঁদের ভিসা নিয়ন্ত্রণ তুলে নেওয়ার জন্য ডিক্রি জারি করলেন জেলেনস্কি।
এদিকে আজ ইউক্রেনে এক ভারতীয়র মৃত্যু হয়। খারকিভে বোমাবর্ষণে কর্ণাটকের পড়ুয়ার মৃত্যু হয়। এমনই জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশ মন্ত্রকের তরফে ট্যুইটারে লেখা হয়, খুবই দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আজ সকালে ইউক্রেনের খারকিভে বোমাবর্ষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। মন্ত্রকের তরফে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পরিবারকে গভীর সমবেদনা জানাই।