খারকিভ (ইউক্রেন) : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে (war-hit Ukraine) খাদ্যের সন্ধানে বেরিয়ে নির্মম পরিণতির শিকার হলে হল ভারতীয় ডাক্তারি পড়ুয়াকে (Indian Medical Student)। মঙ্গলবার সকালে খারকিভের (Kharkiv) স্থানীয় সুপারমার্কেটে খাবার কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন কর্ণাটকে (Karnataka) হাবেরির বাসিন্দা নবীন শেখারাপ্পা জ্ঞানগউধ (২১) (Naveen Shekarappa Gyanagoudar)। ঠিক তখন আকাশ জুড়ে দখল নিয়ে ক্রমাগত বোমাবর্ষণ শুরু করে রুশ যুদ্ধবিমান (Russian Fighet Plane)। আর সেই বোমাবর্ষণের অভিঘাতেই ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে প্রাণ খোয়াতে হল ভারতের ছাত্র নবীনকে। খারকিভ মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন তিনি।


কর্ণাটকের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের (Karnataka SDMA) প্রধান মনোজ রঞ্জন জানিয়েছেন, বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আমাদের কাছে খবর এসেছে দুর্ভাগ্যজনকভাবে চালাগেরি, হাবেরির বাসিন্দা নবীন শেখারাপ্পা জ্ঞানগউধের মৃত্যু হয়েছে। নবীন দোকানে কিছু একটা কিনতে গিয়েছিল। পরে ওঁর বন্ধুর ফোনে মৃত্যুসংবাদ আসে। বিদেশ মন্ত্রকের তরফে ট্যুইটারে লেখা হয়েছে, খুবই দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে আজ সকালে ইউক্রেনের খারকিভে বোমাবর্ষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। মন্ত্রকের তরফে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পরিবারকে গভীর সমবেদনা জানাই। দুঃখপ্রকাশ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই লিখেছেন, 'ইউক্রেনে বোমের হানায় কর্ণাটকের ছাত্র নবীনের মৃত্যুতে শোকস্তব্ধ। ওঁর আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। বিদেশমন্ত্রকের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি ওঁর মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে চেষ্টা করতে।'







ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। ভিডিওয় দেখা গেছে, রুশ হানায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপর একটি ভিডিওয় দেখা গেছে, শহরের সবথেকে বড় সরকারি ভবনও উড়িয়ে দেওয়া হয়েছে। আজ সকালেই ভারতীয় দূতাবাসের তরফে দ্রুত কিভ ছাড়ার জন্য ছাত্র-সহ ভারতীয়দের অনুরোধ করা হয়। ট্রেনে বা যে কোনও ভাবে কিভ ছাড়তে বলা হয়। 


আরও পড়ুন ; সাতপাঁচ না ভেবে দ্রুত কিভ ছাড়ুন, ভারতীয়দের জরুরি নির্দেশ দূতাবাসের