Russia-Ukraine War LIVE Updates, March 6: সুমিতে শুরু যুদ্ধ, আতঙ্কে আটকে থাকা ভারতীয়রা

Russia-Ukraine War LIVE Updates, March 6: ইউক্রেনের আকাশসীমা বন্ধ করতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে তিনি যুদ্ধে অংশগ্রহণ হিসেবেই দেখবেন বলে জানিয়েছেন পুতিন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 Mar 2022 11:45 PM
Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন থেকে নিজের বাড়িতে ফিরলেন হাবড়া ও কামারহাটির দুই ডাক্তারি পড়ুয়া

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিজের বাড়িতে ফিরলেন উত্তর ২৪ পরগনার হাবড়া ও কামারহাটির দুই ডাক্তারি পড়ুয়া। দু’জনেই শুনিয়েছেন তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা।

Russia-Ukraine War Live Updates: কাল তৃতীয় দফার আলোচনা রাশিয়া-ইউক্রেনের

কাল তৃতীয় দফার আলোচনা রাশিয়া-ইউক্রেনের। ক্রেমলিনের দাবি মানলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ। তুরস্কের প্রেসিডেন্টকে জানালেন পুতিন। বাইডেনের সঙ্গে কথা জেলেনস্কির।

Russia-Ukraine Conflict Live Updates: সুমিতে শুরু যুদ্ধ

এবার ইউক্রেনের সুমিতে শুরু যুদ্ধ। জানালার কাছ থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ। আতঙ্কে আটকে থাকা ভারতীয়রা।

Russia-Ukraine War Live Updates: পশ্চিমী দেশগুলিকে হুঁশিয়ারি পুতিনের

নিষেধাজ্ঞা জারি নিয়ে পশ্চিমী দেশগুলিকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন পুতিন। কোন কোন দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে, প্রশাসনকে তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়াকে একঘরে করা দেশগুলির তালিকা প্রস্তুত করার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। 

Russia-Ukraine Conflict Live Updates: চেরনিহিভে রুশ যুদ্ধ বিমানকে গুলি করে নামানোর দাবি ইউক্রেনের

চেরনিহিভে রুশ যুদ্ধ বিমানকে গুলি করে নামানোর দাবি ইউক্রেনের। ১১ দিনে ৪০টি রুশ বিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি। ইউক্রেনের সামরিক পরিকাঠামো ধ্বংসের দাবি রাশিয়ার।

Russia-Ukraine War Live Updates: রসদ সংগ্রহে বেরিয়ে আক্রান্ত সাধারণ মানুষ

মারিউপোল ও ভলনোভাখা শহরে আড়াই ঘণ্টার যুদ্ধবিরতি। রসদ সংগ্রহে বেরিয়ে আক্রান্ত নাগরিকরা, দাবি ইউক্রেনের। যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে বোঝান নরেন্দ্র মোদি, আর্জি ইউক্রেনের। 

Russia-Ukraine Conflict Live Updates: ১১ দিনে রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ

১১ দিনে রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ। কানিভে জনবিদ্যুৎ কেন্দ্র কার্যত দখল রুশ সেনার। খারসেনে ইউক্রেনের সেনা ঘাঁটি দখলের দাবি। হামলার পাল্টা জবাব ইউক্রেনের। 

Russia-Ukraine War Live Updates: ইউক্রেন থেকে ফিরলেন বীরভূম ও পূর্ব বর্ধমানের দুই মেডিক্যাল পড়ুয়া

কেউ প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিলেন বাঙ্কারে। কেউ আবার এটিএমে টাকা তুলতে গিয়ে মাথার ওপর ড্রোন উড়তে দেখেছেন। এক কথায় ভয়ঙ্কর অভিজ্ঞতা। দীর্ঘ পথ পেরিয়ে ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন বীরভূম ও পূর্ব বর্ধমানের দুই মেডিক্যাল পড়ুয়া।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন থেকে দেশে ফিরেছেন পশ্চিম মেদিনীপুরের দুই পড়ুয়া

ইউক্রেন থেকে দেশে ফিরেছেন পশ্চিম মেদিনীপুরের দুই পড়ুয়া। ঘরে ফেরায় স্বস্তি ফিরলেও অসমাপ্ত ডাক্তারি কোর্সের ভবিষ্যৎ নিয়ে কুরে কুরে খাচ্ছে আশঙ্কা। সরকার এ বিষয়ে আশ্বাস দিয়ে নিশ্চিন্ত করুক, কাতর আবেদন জানাচ্ছে পরিবার।

Russia-Ukraine War Live Updates: বাঙ্কারে বসেই যুদ্ধে যোগ দেওয়ার আবেদন

বাঙ্কারে থাকাকালীন ইউক্রেনীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন পলতার আদীপ্ত। অনলাইনে আবেদনও করে ফেলেছিলেন তিনি। জবাব মেলার আগেই কেন্দ্রীয় সরকারের নির্দেশ পেয়ে কিভ ছাড়তে হয়েছে। তাই বাড়ি ফেরার স্বস্তির সঙ্গে মিশেছে আক্ষেপও।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন থেকে বাড়িতে ফিরলেন হাবড়া ও কামারহাটির দুই ডাক্তারি পড়ুয়া

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিজের বাড়িতে ফিরলেন উত্তর ২৪ পরগনার হাবড়া ও কামারহাটির দুই ডাক্তারি পড়ুয়া। দু’জনেই জানিয়েছেন তাঁদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা।

Russia-Ukraine War Live Updates: অপারেশন গঙ্গার শেষ পর্যায় শুরু

ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফেরাতে অপারেশন গঙ্গার শেষ পর্যায় শুরু। আটকে থাকা পড়ুয়াদের বুদাপেস্টে আসার জন্য আবেদন ভারতের। পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া থেকে ১০টি বিমান আসবে ভারতে। প্রায় তিন হাজার পড়ুয়াকে ফেরানোর চেষ্টা করা হবে। গ্রিন করিডোরের মাধ্যমে সুমিতে আটকে থাকা পড়ুয়াদের ফেরানোর চেষ্টা ভারতের।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনে লাগাতার হামলা রাশিয়ার

ইউক্রেনে লাগাতার হামলা রাশিয়ার। খারকিভ, কিভের পর ইরপিনে হামলা রুশ সেনার। ইরপিনে ব্রিজের কাছে হামলা রাশিয়ার। রুশ হামলায় আহত ইউক্রেনের এক সেনা ও একজন সাংবাদিক।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনের ভিনিৎসিয়ায় বড়সড় হামলা রাশিয়ার

ইউক্রেনের ভিনিৎসিয়ায় বড়সড় হামলা রাশিয়ার। ৮টি ক্রুজ মিসাইল হামলায় পুরোপুরি ধ্বংস হোভারিশোভকা বিমানবন্দর। রাশিয়ার ভূমিকায় কড়া সমালোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনে লাগাতার হামলা রাশিয়ার

ইউক্রেনে লাগাতার হামলা রাশিয়ার। ইরপিনে রুশ গোলায় আহত এক সাংবাদিক ও এক ইউক্রেনের সেনা।

Russia-Ukraine War Live: আড়াই ঘণ্টার জন্য যুদ্ধবিরতি

আজ আড়াই ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা থেকে বিকেল তিনটে পর্যন্ত মারিউপোল ও ভলনোভাখা শহরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। 

Russia-Ukraine Conflict Live Updates: মারিউপোলে ৪ লক্ষ মানুষকে পণবন্দি রাশিয়ার, দাবি ইউক্রেনের

মারিউপোলে ৪ লক্ষ মানুষকে পণবন্দি রাশিয়ার, দাবি ইউক্রেনের। ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা বিদেশিদের পণবন্দি করার অভিযোগ। যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে বোঝাক মোদি, আর্জি ইউক্রেনের। 

Russia-Ukraine War Live Updates: দেশকে রক্ষা করতে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইউক্রেনের

জাপোরিজিয়ায় পরমাণু কেন্দ্রের পর এবার কানিভে জলবিদ্যুৎ কেন্দ্র দখলের পথে রুশ সেনা, দাবি ইউক্রেনের। দেশকে রক্ষা করতে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি।

Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে বোঝাক ভারত, অনুরোধ ইউক্রেনের

যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে বোঝাক ভারত, অনুরোধ ইউক্রেনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ ইউক্রেনের বিদেশমন্ত্রীর।

Russia-Ukraine War Live Updates: মারিউপোলের ৪ লক্ষ মানুষকে পণবন্দি করেছে রাশিয়া, দাবি ইউক্রেনের

মারিউপোলের ৪ লক্ষ মানুষকে পণবন্দি করেছে রাশিয়া, দাবি ইউক্রেনের। ‘মারিউপোলে খাবার, জল, বিদ্যুৎ পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। আজভ সাগর তীরবর্তী বন্দর শহর অবরুদ্ধ করে রেখেছে রুশ সেনা। রাশিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করায় উদ্ধারকাজ বন্ধ,’ দাবি ইউক্রেনের। ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা বিদেশিদের পণবন্দি করার অভিযোগ রাশিয়ার।

Russia-Ukraine Conflict Live Updates: ১১ দিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

১১ দিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এবার কানিভে জলবিদ্যুৎ কেন্দ্র দখলের পথে এগোচ্ছে রুশ সেনা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় ইউক্রেন। একদিনে ৫ রুশ বিমান, ৪ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের। ১১ দিনে রাশিয়ার ৪৪ যুদ্ধবিমান, ৪৪ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের। উক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ন্যাটোকে সতর্ক করল রাশিয়া। ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে ইউরোপীয় ইউনিয়নকে সতর্কবার্তা।

Russia-Ukraine War Live: রুশ হেলিকপ্টার গুলি করে নামানোর দাবি ইউক্রেনের

রাশিয়া-ইউক্রেনে লড়াইয়ের মাঝেই রুশ হেলিকপ্টার গুলি করে নামানোর দাবি জানিয়ে ভিডিয়ো প্রকাশ করল ইউক্রেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মিসাইল হামলায় মাটিতে আছড়ে পড়ছে একটি হেলিকপ্টার। এরপরই সেটিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। ইউক্রেন সেনার দাবি, ওটি রুশ সেনার হেলিকপ্টার। তবে কবে, কোথায় এই ঘটনা ঘটেছে তা জানানো হয়নি।

Russia-Ukraine Conflict Live Updates: কয়েক মাস চলবেই সংঘাত, মন্তব্য ব্রিটেনের ডেপুটি প্রধানমন্ত্রীর

কয়েক বছর না হলেও, রাশিয়া-ইউক্রেন সংঘাত চলবে কয়েক মাস ধরে, মন্তব্য ব্রিটেনের ডেপুটি প্রধানমন্ত্রী ডমিনিক রাবের। 


 

Russia-Ukraine War Live: যুদ্ধবিরোধী প্রতিবাদ, রাশিয়ায় আটক ৬৪

যুদ্ধবিরোধী প্রতিবাদ রাশিয়ায়। পূর্ব সাইবেরিয়ায় আটক ৬৪ জন।


 

Russia-Ukraine Conflict Live Updates: বুদাপেস্ট, হাঙ্গেরিতে কন্ট্রোল রুম ভারতীয় দূতাবাসের

পড়ুয়াদের ফেরাতে বুদাপেস্টে কন্ট্রোল রুম খুলল ভারতীয় দূতাবাস। কন্ট্রোল  রুম হাঙ্গেরিতেও। আটকে থাকা ভারতীয়দের যোগাযোগের নির্দেশ।


Russia-Ukraine War Live: অপারেশন গঙ্গা: শেষ দফায় ভারতীয়দের ফেরানোর তৎপরতা, নির্দেশিকা প্রকাশ

অপারেশন গঙ্গা: শেষ দফায় ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানোর কাজ চলছে। দূতাবাসের ব্যবস্থা করে দেওয়া জায়গায় নেই যাঁরা, সকলকে হাঙ্গেরিয়া সেন্টার, রাকোকশি ইউটি ৯০, বুদাপেস্ট—এই ঠিকানায় সকাল ১০টা থেকে রাত ১২টার মধ্যে পৌঁছনোর নির্দেশ।


 

Russia-Ukraine Conflict Live Updates: রাষ্ট্রের মর্যাদা থাকবে ইউক্রেনের! প্রশ্ন উস্কে দিলেন পুতিন

'ইউক্রেন সরকার এবং দেশের নেতারা যা করছেন, তাতে রাষ্ট্রের মর্যাদাটুকুও থাকবে না ভবিষ্যতে। আর যদি তা হয়, সে ক্ষেত্রে বিবেকের কাছে জবাব দিতে হবে ওঁদের', মন্তব্য পুতিনের।

Russia-Ukraine War Live: ঘনবসিতে এলাকাতেই বেছে বেছে হামলা রাশিয়া, দাবি ব্রিটিশ সেনা গুপ্তচরদের

ঘনবসতি এলাকাগুলিতেই বেছে বেছে হামলা রুশ সেনার। প্রতিরোধের মুখে পড়ে ধীরগতিতে এগোতচ্ছে তারা, দাবি ব্রিটিশ সেনা গুপ্তচরদের।

Russia-Ukraine Conflict Live Updates: ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার। রবিবার আড়াই ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার। ভারতীয় সময় বেলা ১২.৩০ থেকে দুপুর ৩ পর্যন্ত যুদ্ধবিরতি।

Russia-Ukraine War Live: যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রযুক্তি চাই, ন্যাটোকে জানাল ইউক্রেন

রাশিয়াকে ঠেকাতে ন্যাটোর কাছে যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধী প্রযুক্তি চাইল ইউক্রেন।

Russia-Ukraine Conflict Live Updates: রুশ গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন উপমহাদেশীয় ইন্টারনেট পরিষেবা সংস্থার

ইউক্রেনে সেনা অভিযান রাশিয়ার। রুশ গ্রাহকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল উপমহাদেশীয় ইন্টারনেট পরিষেবা সংস্থা কোজেন্ট কমিউনিকেশনস।

Russia-Ukraine War Live: কানিভে জলবিদ্যুৎ প্রকল্প দখলে পথে রাশিয়া

কানিভে জলবিদ্যুৎ প্রকল্প দখলে পথে রাশিয়া। অভিযোগ ইউক্রেন সরকারের।

Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধ গড়াল একাদশতম দিনে, ইউক্রেন ছেড়ে শরণার্থী প্রায় ১৫ লক্ষ

যুদ্ধ গড়াল একাদশতম দিনে। ইউক্রেন ছেড়ে শরণার্থী প্রায় ১৫ লক্ষ।

Russia-Ukraine War Live: যুদ্ধ থামার লক্ষণ নেই, ২১০ ভারতীয়কে নিয়ে ফিরল বায়ুসেনার বিমান

ইউক্রেন থেকে ২১০ ভারতীয়কে নিয়ে ফিরল বায়ুসেনার বিমান। সীমান্ত টপকে রোমানিয়ার বুখারেস্টে আশ্রয় নিয়েছিলেন সকলে। রবিবার সকালে তাঁদের নিয়ে দিল্লির কাছে হিন্দন ঘাঁটিতে নামল বিমান।


Indian Air Force flight carrying 210 Indians evacuated from Ukraine arrives at Hindan airbase near Delhi from Bucharest, Romania.

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন থেকে দেশে ফিরলেন আরও ১৮৩ পড়ুয়া

অপারেশন গঙ্গা: ইউক্রেনে পড়তে যাওয়া ১৮৩ পড়ুয়া দেশে ফিরলেন। দিল্লিতে পৌঁছল বিশেষ বিমান।

Russia-Ukraine War Live: ইউক্রেনে আরও স্টারলিঙ্ক টার্মিনাল, মাস্ক-জেলেনস্কি কথা

আগামী সপ্তাহের মধ্যে স্টারলিঙ্কের আরও একাধিক টার্মিনাল। স্পেস এক্স প্রধান ইলন মাস্কের সঙ্গে কথা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।

Russia-Ukraine Conflict Live Updates: সেনা বিরোধী খবরে ১৫ বছরের জেল, রুশ আইনের তীব্র নিন্দা আমেরিকার

‘ভুয়ো খবরে’ ১৫ বছরের জেল। রাশিয়ার নতুন আইনের নিন্দা আমেরিকার। সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে বলে জানাল হোয়াইট হাউস।

Russia-Ukraine War Live: জো বাইডেনের সঙ্গে ফোনে কথা জেলেনস্কির

যুদ্ধবিরতি ভেস্তে ফের আক্রমণ যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা ভলোদিমির জেলেনস্কির।

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনের সমর্থনে মানুষের ঢল আমেরিকার রাস্তায়

ইউক্রেনের প্রতি সমর্তন জানিয়ে মায়ামির রাস্তায় সাধারণ মানুষ। রাশিয়ার ভূমিকার তীব্র সমালোচনা।


Russia-Ukraine War Live: নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ কানাডা সরকারের

নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশ কানাডা সরকারের। তাদের দাবি, আগামী দিনে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠতে। তখন বিমান পাওয়া না-ও যেতে পারে। ফলে দূতাবাসের তরফেও আগের মতো না মিলতে পারে পরিষেবা। আগেই রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে কানাডা।

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ায় পরিষেবা দেবে না মাস্টারকার্ড-ভিসা

যুদ্ধের ছায়া দেশের অর্থনীতিতেও। আন্তর্জাতিক মহলে বয়কটের মুখে রাশিয়া। সেখানে পরিষেবা বন্ধের মাস্টারকার্ড এবং ভিসার। 


 

প্রেক্ষাপট

কিভ: মানবিক স্বার্থে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করলেও, মাত্র কয়েক ঘণ্টাতেই তা ভেস্তে গিয়েছে। তাই একচুলও পিছু হটবেন না, বরং লক্ষ্যে পৌঁছনো না পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। একই সঙ্গে পশ্চিমি দেশগুলিকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। জানিয়েছেন, ইউক্রেনের আকাশসীমা বন্ধ করতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে তিনি যুদ্ধে অংশগ্রহণ হিসেবেই দেখবেন (Russia-Ukraine War LIVE Updates, March 6)। তাতেই রবিবার একাদশ দিনে পা রাখল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।


রুশ আক্রমণ ঠেকাতে এর আগে ন্যাটোর (NATO) কাছে দেশের আকাশসীমা বন্ধের আর্জি জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। কিন্তু তাতে সায় দেয়নি ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলি। তাদের যুক্তি ছিল, আকাশসীমা বন্ধের অর্থ ইউক্রেনের আকাশে রাশিয়ার বিমান দেখলই সহযোগী দেশগুলিকে তা গুলি করে নামাতে হবে। কিন্তু ইউক্রেন যেখানে ন্যাটোর সদস্যই নয়, তাদের জন্য রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে যাবে না কোনও সদস্য দেশ।


ন্যাটোর এই অবস্থান যদিও মনে ধরেনি জেলেনস্কির। তাঁর মতে, এতে হামলা চালিয়ে যেতে রাশিয়াকে একধরনের ছাড়পত্রই দেওয়া হচ্ছে। সে পরিস্থিতিতেই ইউক্রেনের আকাশসীমা বন্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পুতিন।


অন্য দিকে, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছে রাশিয়া। বন্দর শহর মারিউপোলে রাতভর বোমাবর্ষণ চলেছে বলে খবর। বিমান থেকে বোমা ফেলা হয়েছে বলে দাবি কিভের। শহরের মেয়র ভাদিম বয়শেঙ্কো বলেন, ‘‘গোটা শহর অবরুদ্ধ হয়ে রয়েছে। লোকালয়ের উপর লাগাতার বোমাবর্ষণ চলছে। বিমান থেকে বোমা ফেলা হচ্ছে।’’


শনিবার সকালে যুদ্ধবিরতি ঘোষণার পর শিশু, মহিলা এবং প্রবীণ নাগরিকরা দলে দলে নিরাপদে অন্যত্র সরে যাওয়ার জন্য ভিড় করেছিলেন এলাকায়। মানবিক করিডর গড়ে সকলের বেরনোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিল রাশিয়া। কিন্তু রাতভর বোমাবর্ষণে ওই সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বয়শেঙ্কো। যদিও রাশিয়ার দাবি, সকলকে নিরাপদে বার করে নিয়ে যেতেি যুদ্ধবিরতির ঘোষণা করে তারা। কিন্তু ইউক্রেনীয় সেনাই তা লঙ্ঘন করে। তাই পাল্টা আঘাত হানতে বাধ্য হয় তারা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.