নয়াদিল্লি: যুদ্ধে ইতি টানতে তুরস্কে নতুন করে মুখোমুখি আলোচনায় বসছে দুই দেশ (Russia Ukraine War)। তার মধ্যেই মারাত্মক অভিযোগ সামনে এল রাশিয়ার বিরুদ্ধে। শান্তিচুক্তিতে মধ্যস্থতাকারীদের উপর বিষপ্রয়োগের অভিযোগ উঠল মস্কোর বিরুদ্ধে (Poisoning Peace Negotiators)। শুধুমাত্র ইউক্রেনীয় প্রতিনিধিদের উপরই নয়, শান্তির পক্ষে সওয়াল করা রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের (Roman Abramovich) উপরও বিষপ্রয়োগ করা হয় বলে অভিযোগ। কূটনৈতিক সূত্রে খবর, আলোচনা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন রোমান এবং ইউক্রেনীয় প্রতিনিধিরা। তাঁদের মধ্যে বিষপানের উপসর্গ দেখা যায়।


শান্তি বৈঠকের পরই অসুস্থ হয়ে পড়েন মধ্যস্থতাকারীরা


প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান। গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপাতে শুরু করে আমেরিকা-সহ একাধিক দেশ। তার প্রভাব পড়ে রোমানের উপরও। ইউক্রেনের অনুরোধে এর পর শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে রাজি হন তিনি। সেই উপলক্ষে ইউক্রেনের রাজধানী কিভে সে দেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন রোমান।


রাশিয়ার তরফে শান্তিপ্রক্রিয়ায় মধ্যস্থকারী ছিলেন রোমান আব্রামোভিচ


কূটনৈতিক সূত্রে খবর, ওই বৈঠকের পরই অসুস্থ হয়ে পড়েন রোমান এবং ইউক্রেন সরকারের প্রতিনিধি হিসেবে বৈঠকে যোগদানকারী দুই শীর্ষস্তরের আধিকারিক। তাঁদের চোখ লাল হয়ে যায়। চোখ জ্বালা, অবিরাম চোখ থেকে জল পড়ার উপসর্গও দেখা যায়। এমনকি মুখ এবং এবং গায়ের চামড়া উঠতে শুরু করে। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয় তাঁদের। রোমান এবং ক্রাইমিয়ার আইনপ্রণেতা রুস্তেম উমেরভ আপাতত স্থিতিশীল রয়ছেন। তাঁদের প্রাণহানির আশঙ্কা নেই। বাকিদেরও পরিস্থিতির উন্নতি হচ্ছে।


এর আগেও, বিরোধীদের উপর বিষপ্রয়োগের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। কিন্তু আন্তর্জাতিক স্তরে শান্তি আলোচনা চলাকালীন এমন ঘটনা হুলস্থুল পড়ে গিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, জল বা খাবারে রাসায়নিক অথবা জৈব পদার্থ মিশিয়ে দেওয়া হয়ে থাকতে পারে রাশিয়ার তরফে। আবার ইলেক্ট্রো-ম্যাগনেটিক-রেডিয়েশন, অর্থাৎ তড়িৎ-চুম্বকীয় বিকিরণের মাধ্যমেও হামলা চালানো হয়ে থাকতে পারে বলে মনে করছেন তাঁরা। আবার যুদ্ধের ফলে সেখানকার বাতাস বিষময় হয়ে উঠেছে। তাই পরিবেশজনিত কারণেও তাঁরা অসুস্থ হয়ে থাকতে পারেন, এমন দাবিও সামনে আসছে।


বিরোধীদের উপর আগেও বিষপ্রয়োগের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে


বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ইউক্রেনের দাবি, এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। তাই ষড়যন্ত্রের তত্ত্ব থেকে গুজব, সবকিছুই উঠে আসা স্বাভাবিক। তবে যত ক্ষণ পর্যন্ত না বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে, এ নিয়ে আলোচনা না হওয়াই কাম্য। তবে, এর আগে বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির উপর বিষপ্রয়োগের অভিয়োগ উঠেছিল মস্কোর বিরুদ্ধে। ২০২০ সালে তদন্তের পর বিষয়টি সামনে আসে। রোমান এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গেও তেমনটা হওয়া আশ্চর্যজনক নয় বলে মনে করছেন অনেকে।


আরও পড়ুন: Taliban: দাড়ি কাটলে চাকরি থেকে ছাঁটাই, নয়া ফতোয়া জারি তালিবান প্রশাসনের


বিরোধীদের উপর আগেও বিষপ্রয়োগের অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে


অ্যালেক্সির উপর বিষপ্রয়োগের বিষয়টি সামনে আনে তদন্তমূলক সংবাদ সংস্থা বেলিংগেট। নিজেদের টুইটার হ্যান্ডলে রোমান এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের অসুস্থ হয়ে পড়া এবং বিষপ্রয়োগের উপসর্গ ধরা পড়ার বিষয়টিও খোলসা করেছে তারা। তাদের দাবি, ঘটনাস্থলে সকলকে পরীক্ষা করে বিষপ্রয়োগের ইঙ্গিতই মিলেছে। তবে রোমান এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের খুন করতে নয়, স্রেফ ভয় দেখাতেই রাশিয়ার তরফে এমন পদক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে দাবি তাদের। আগামী দিনে এই সংক্রান্ত আরও তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে বেলিংগেট।


এ দিকে, রাশিয়া জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে রোমান মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকলেও, বর্তমানে ইউক্রেনের সঙ্গে আলোচনায় তাঁর কোনও ভূমিকা নেই। দুই দেশের আধিকারিকরাই সব কিছু সামাচ্ছেন বলে দাবি তাদের।