মস্কো: ইউক্রেনের দখল নেওয়া তাদের লক্ষ্য নয় বলে আগেই জানিয়েছিল তারা। এ বার সেনা অভিযানের পক্ষে ফের যুক্তি খাড়া করল রাশিয়া (Russia Ukraine War)। তাদের দাবি, ভলোদিমির জেলেনস্কিই ইউক্রেনের বৈধ প্রধানমন্ত্রী (Volodymyr Zelenskyy। রাশিয়া শুধু ইউক্রেনের নিরস্ত্রীকরণে আগ্রহী।


বৃহস্পতিবার ইউক্রেনের মাটিতে রুশ সেনার অভিযান অষ্টম দিনে পা রেখেছে। তার আগে বুধবার রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ সংবাদমাধ্যমে মুখ খোলেন। সেখানে জেলেনস্কির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন তিনি। বলেন, “গৃহযুদ্ধের সমাপ্তি ঘটবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলেনস্কি। মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি।”


শুধু তাই নয়, রাশিয়ার বিরুদ্ধে বিদ্বেষ এবং ভীতিতে জেলেনস্কি ইন্ধন জুগিয়েছেন বলেও অভিযোগ করেন লাভরভ। তিনি বলেন, “রুশবিরোধী অবস্থান, রুশভীতিতে উস্কানি জুগিয়েছেন জেলেনস্কি। লাগাতার বিতর্কিত মন্তব্য করে গিয়েছেন। ইউক্রেনে সেনা নামানোর একটাই উদ্দেশ্য রাশিয়ার। ইউক্রেনের নিরস্ত্রীকরণ এবং ফ্যাসিবাদমুক্ত করাই লক্ষ্য আমাদের। ইউক্রেন অবশ্যই নিজেদের অবস্থান জানাবে। তাঁরা কী ভাবে বাঁচতে চান, সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনবাসীকেই।”



আরও পড়ুন: Russia-Ukraine War: খারকিভে আটকে বহু ভারতীয় পড়ুয়া, ইউক্রেন নিয়ে মোদি-পুতিন কথা


বিগত সাত দিনব্যাপী যুদ্ধে ২ হাজার নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট জেলেনস্কিকে রাশিয়া আততায়ী পাঠিয়েছিল, শেষ মুহূর্তে তা বানচাল করে দেওয়া গিয়েছে বলেও দাবি করেছে তারা। তার মধ্যেও দু’পক্ষই আলোচনায় আগ্রহ দেখিয়েছে। কিন্তু থামেনি যুদ্ধ। বৃহস্পতিবার সকালেও কিভে বোমা আছড়ে পড়েছে বলে খবর মিলেছে।


রুশ বাহিনী ইতিমধ্যেই খিরসান দখল করে নিয়েছে বলে জানিয়েছে কিভ প্রশাসন। সেখান থেকে রুশ সেনা এই মুহূর্তে ওদেসার দিকে এগোচ্ছে বলে দাবি তাদের। মার্কিন যুক্তরাষ্ট্রও জানিয়েছে যে, ওদেসায় আক্রমণ নেমে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অন্য দিকে, ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ক্ষেপণাস্ত্র দেগে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে তারা।