কিভ: ৩২তম দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখনও ইউক্রেনে (Ukraine) রুশ হামলা অব্যাহত। এবার খারকিভে (kharkhiv) ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজির নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টরে রুশ সেনার গোলাবর্ষণ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পাশাপাশি, কিভের দক্ষিণ-পশ্চিম প্রান্তের বোয়ার্কা শহরে রুশ সেনার গোলাবর্ষণে আহত ৪ জন। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর লভিভেও মিসাইল হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। জ্বালানির গুদাম লক্ষ্য করে ৬টি মিসাইল ছোড়ার অভিযোগ ইউক্রেনের। রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ছোড়ার অভিযোগও করা হয়েছে।
কী অভিযোগ?
ইউক্রেনকে সামরিক ভাবে পুরোপুরি কব্জায় আনতে পারছে না রাশিয়া। সেই কারণে ইউক্রেনের রসদে হামলা চালাচ্ছে রাশিয়া, অভিযোগ ইউক্রেন প্রশাসনের। তাদের দাবি, ইউক্রেনের তেলের ভান্ডার (oil depot) এবং খাদ্য মজুতের জায়গাগুলিতে (food warehouse) হামলা চালাচ্ছে রুশ বাহিনী।
জেলেনস্কির বার্তা:
রাশিয়ান হামলা নিয়ে কড়া বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তাঁর দাবি, রাশিয়া (Russia) এইভাবে হামলা করে ইউক্রেনের নাগরিকদের মনে ঘৃণার বীজ বপন করছে। নাগরিকদের (civilian) জীবন বিপন্ন করে, বোমার (bombing) হামলায় শহর ধ্বংস করে ইউক্রেনের (Ukraine) বাসিন্দাদের মনে শুধুমাত্র ঘৃণা তৈরি করছে রাশিয়া। তিনি বলেন, 'ইউক্রেনের নাগরিকদের রুশ ভাষা ত্যাগ করার জন্য যা যা করা দরকার, সব করছ তোমরা। কারণ এখন রুশ ভাষা শুধু তোমাদের, তোমাদের ধ্বংসাতক কাজ, তোমাদের হিংসার সঙ্গে সম্পর্কিত।'
রুশ হামলায় একাধিক শিশুর (child) মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেন প্রশাসন। তাদের দাবি, এখনও পর্যন্ত ১৩৯ জন শিশুর মৃত্যু হয়েছে। জখম হয়েছে দুশোরও বেশি শিশু।
জেলেনস্কির দাবি, যুদ্ধের কারণে ইউক্রেনের মাটিতে মারা গিয়েছেন একাধিক সাংবাদিকও (journalist)। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, এখনও পর্যন্ত ১২ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: নিজের বাহিনীর হাতেই মৃত্যু রুশ সেনাকর্তার? চাঞ্চল্য পশ্চিমের দাবিতে