কিভ: ইউক্রেনের মাটিতে জোরালো ধাক্কা রাশিয়ার সেনাবাহিনীর। ফের মৃত্যু রাশিয়ার এক উচ্চপদস্থ সেনাকর্তার। পশ্চিমী শক্তিগুলির দাবি, নিজের সেনাবাহিনীর হাতেই মৃত্যু হয়েছে রাশিয়ার ওই কর্নেলের। এছাড়াও এক জেনারেলেরও মৃত্যু হয়েছে বলে দাবি।
কার মৃত্যু?
রাশিয়ান কর্নেল ইউরি মেদভেদেভের (Yuri Medvedev) উপর দিয়ে তাঁরই বাহিনীর কিছু ক্ষুব্ধ জওয়ান ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে বলে রিপোর্টে দাবি। ওই ইউনিটের নাম 37th separate guards motor rifle brigade। ইউক্রেনের রাজধানী কিভের পশ্চিমে ম্যাকারিভ শহরে ঘটনাটি ঘটেছে। যুদ্ধে ওই ইউনিট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে সূত্রের দাবি। এছাড়াও এক রাশিয়ান জেনারেলও মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। নিহত লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজানস্টেভ (Yakov Rezanstev) রাশিয়ার 49th Combined Arms Army-এর কম্যান্ডার ছিলেন। বিবিসি সূত্রে দাবি, যুদ্ধ শুরুর পর তিনি বাহিনীর কাছে দাবি করেছিলেন সামান্য কদিনের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু আদতে হিসেব মেলেনি। আমেরিকার অস্ত্র ও টাকার সাহায্যে ইউক্রেনের তরফে প্রাণপণ লড়াইয়ে পরিকল্পনামতো সাফল্য পায়নি রাশিয়া। বহু ক্ষয়ক্ষতি হলেও এখনও ইউক্রেনকে কব্জায় আনতে পারেনি রাশিয়া। এর মধ্যে যুদ্ধে নিহত হয়েছে বহু রাশিয়ান সৈন্য।
আপাতত কোথায় দাঁড়িয়ে যুদ্ধ
একমাসের উপর যুদ্ধ চলছে। ইউক্রেন (ukraine) প্রায় ছারখার। তারপরেও কিভ (kyiv) এখনও দখলে আনতে পারেনি রাশিয়া। উল্টে রাশিয়ার বাহিনীর একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি। যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞাও চাপানো রয়েছে। এই পরিস্থিতিতে আর কদিন যুদ্ধ চলবে,তা নিয়ে প্রশ্ন উঠছে বিশ্বজুড়ে। সংবাদ সংস্থা সূত্রে দাবি, ইউক্রেনে হামলার গতিতে আপাতত লাগাম দিতে পারে রাশিয়া। সমগ্র ইউক্রেনের পরিবর্তে আপাতত ডনবাস (donbas) এলাকাতেই নজর দিতে পারে রাশিয়া। খবর সূত্রের। গোটা ইউক্রেন দখলে সমস্যা রয়েছে বুঝেই কি নতুন ভাবনা পুতিনের? প্রশ্ন বিশেষজ্ঞদের মনে।
আরও পড়ুন: মোক্ষম ঘা রাশিয়াকে! যুদ্ধে ১৬ হাজার রুশ সেনা নিহত, জানালেন জেলেনস্কি