কিভ: বেশ কিছুদিন ধরেই তীব্র সংঘর্ষ চলছে মারিউপুলে (Mariupol)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রবল ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এই শহরে। বারবার রুশ হামলায় বিপুল সংখ্যক মৃত্যু হয়েছে মারিউপুলে। এর মধ্যেই সাফল্যের দাবি করেছে ইউক্রেন (ukraine) সেনা। মারিউপুলের সংঘর্ষে একজন রাশিয়ান জেনারেলের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইউক্রেন।
নিহত রাশিয়ান মেজর জেনারেলের নাম ওলেগ মিত্রায়েভ (oleg mitrayev)। মঙ্গলবার সংঘর্ষের কারণে মারা গিয়েছেন তিনি। ইউক্রেনের তরফে ওই সেনার ছবি প্রকাশ করে এমনই দাবি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দাবি করেছেন আরও এক রাশিয়ান সেনা জেনারেল মারা গিয়েছেন, তবে তাঁর নাম প্রকাশ করেননি। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, ওলেগ মিত্রায়েভ রাশিয়ার 150th motorized rifle division-এর কমান্ডার ছিলেন। সিরিয়াতেও যুদ্ধ করেছিলেন তিনি। যদিও রাশিয়ার তরফে সেনাকর্তার মৃত্যু নিয়ে কিছু বলা হয়নি।
তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বারবার আলোচনার পরেও কোনওভাবেই মিলছে না সমাধানসূত্র। সোমবারও আলোচনায় বসে দুই দেশ। সেখানেও মেলেনি সমাধানসূত্র। এরমধ্য়েই রাশিয়াকে (russia) ঠেকাতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে আমেরিকা। একই পথে হেঁটেছে ইউরোপের একাধিক দেশগুলি। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সামনের সপ্তাহেই ইউরোপ যাওয়ার কথা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (joe biden)। ইউরোপের দেশগুলির রাষ্ট্রপ্রধানের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসার কথা রয়েছে। সরাসরি সেনা না নামালেও ইউক্রেনের পাশে দাঁড়াতে সাহায্য করেছে আমেরিকা, কানাডা (canada), ব্রিটেনের মতো দেশগুলি। সামরিক তথ্য়, অস্ত্র ও টাকা পাঠিয়ে সাহায্য করা হচ্ছে।
এরই মধ্যে মঙ্গলবার কানাডার পার্লামেন্টে এক বক্তৃতায় রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালানোর পর থেকে এখনও পর্যন্ত ৯৭ জন ইউক্রেনীয় শিশুর মৃত্যু ঘটেছে। এই প্রেক্ষাপটে মিত্রপক্ষদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
একটি ভিডিও বার্তায় তিনি বলেন, "রাশিয়ার সামরিক বাহিনী সবকিছু ধ্বংস করে দিচ্ছে। স্মৃতিসৌধ, স্কুল, হাসপাতাল, আবাসন কমপ্লেক্স কোনও কিছুই বাদ দিচ্ছে না তাঁরা। ইতিমধ্যেই ৯৭ জন ইউক্রেনীয় শিশুকে হত্যা করেছে। আমরা খুব বেশি কিছু চাইছি না। আমরা ন্যায়বিচার চাইছি, সত্যিকারের সমর্থনের জন্য। নিজেদের রক্ষা করতে, জীবন বাঁচাতে সাহায্য করুন"।