আঙ্কারায় বন্দুকবাজের গুলিতে মৃত্যু রুশ রাষ্ট্রদূতের, সন্ত্রাসবাদী হামলা, বলল মস্কো
ABP Ananda, web desk | 19 Dec 2016 11:56 PM (IST)
ইস্তানবুল ও মস্কো: তুরস্কের রাজধানী আঙ্কারায় বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন রুশ রাষ্ট্রদূত। রাশিয়া এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে মন্তব্য করেছে। রুশ বিদেশমন্ত্রক বলেছে, আজ আঙ্কারায় এক হামলায় তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত আন্দ্রেয় কারলোভ জখম হন। পরে তিনি মারা যায়। আঙ্কারায় একটি শিল্পপ্রদর্শনীতে বক্তব্য রাখার সময় রুশ রাষ্ট্রদূতকে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্যুট পরিহিত একজন বন্দুকবাজ প্রথমে শূন্যে গুলি চালায়। পরে রুশ রাষ্ট্রদুতকে লক্ষ্য করে গুলি চালায়। আততায়ী 'আলেপ্পো' এবং 'বদলা'র মতো শব্দ উচ্চারণ করেছিল বলে জানা গিয়েছে। সিরিয়ায় রাশিয়ার ভূমিকা নিয়ে তুরস্কের বিক্ষোভের কয়েকদিনের মধ্যেই এই হামলা হল।