মস্কো: আলাপ-আলোচনা, কৃটনৈতিক দৌত্য-এসবেরই মধ্যে ক্রমশ আরও জটিল হচ্ছে ইউক্রেন সংকট। রাশিয়া সোমবার অভিযোগ করেছে যে, ইউক্রেন থেকে  একটি গোষ্ঠীর তাদের সীমা লঙ্ঘণের চেষ্টা ভেস্তে গিয়েছে। তাদের এই চেষ্টা ভেস্তে দিয়েছে সীমান্ত রক্ষী ও সেনাবাহিনী।  এই ঘটনায় পাঁচ অন্তর্ঘাতকারী মারা গিয়েছে বলে রাশিয়ার সংবাদসংস্থা জানিয়েছে।  


রুশ সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষের ফলে পাঁচজনের মৃত্যু হয়েছে। রাশিয়ার সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া নাশকতাকারীদের একটি গোষ্ঠীর পাঁচজন সংঘর্ষে মারা গিয়েছে। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, এই ঘটনা ঘটেছে রোস্টভ অঞ্চলের মিটিয়াকিনস্কায়া গ্রামের কাছে ভোর ছয়টা নাগাদ। 


যদিও ইউক্রেন এই দাবি খারিজ করে দিয়েছে। কিয়েভ বলেছে, এটি নিছকই ভুয়ো খবর। তারা বলেছেন, যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে, ,সেই রোস্টভ অঞ্চলে তাদের কোনও বাহিনীই নেই। 


রুশ সংবাদসংস্থা রুশ সামরিক বাহিনীকে উল্লেখ করে জানিয়েছে যে, ইউক্রেনের সশস্ত্র যানবাহনও ধ্বংস করা হয়েছে। 


রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলতি তীব্র উত্তেজনার মধ্যেই এই মস্কোর পক্ষে এই দাবি করা হল। উল্লেখ্য়, আমেরিকা ও তার সহযোগীরা একাধিকবারই বলেছে যে, রাশিয়া যে কোনও সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। যদিও রাশিয়া এই দাবি অস্বীকার করেছে। 


এরইমধ্যে এর আগেও ইউক্রেন থেকে তাদের সীমানায় হামলার অভিযোগ করেছে রাশিয়া। এর আগেই রাশিয়া দাবি করেছিল, ইউক্রেন তাদের একটি বর্ডার পোস্ট লক্ষ্য করে শেল ছুড়েছিল। তখনও  ইউক্রেন এই অভিযোগ উড়িয়ে বলেছিল যে, উত্তেজনা উস্কে দিতে এ ধরনের দাবি করা হয়েছে।
কিছুদিন আগে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) অভিযোগ করেছিল যে, ইউক্রেন থেকে নিক্ষিপ্ত অস্ত্রের আঘাতে তাদের সীমান্ত রক্ষীদের একটি কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে। এই অভিযোগ সম্পর্কে একটি ভিডিও প্রকাশ করেছিল এফএসবি। তাতে দেখা গিয়েছিল যে, একটি রুমের ছাদ ও দেওয়াল ধসে পড়েছে এবং ধ্বংসাবশেষের মধ্যে ঝুঁকে রয়েছে রাশিয়ার পতাকা। এফএসবি-র এই দাবি উদ্বেগ বাড়িয়েছিল যে, এই ঘটনাকে ইউক্রেন সীমান্তে তাদের সেনা সমাবেশের সপক্ষে যুক্তি হিসেবে দেখানো হবে। যদিও দেশের পূর্ব প্রান্তে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযানে নিযুক্ত ইউক্রেনের বাহিনী রাশিয়ার এই অভিযোগ নাকচ করে দিয়েছিল।