পূর্ব সিরিয়ায় আইএস-এর শেল ফেটে নিহত রুশ সেনা অফিসার
Web Desk, ABP Ananda
Updated at:
25 Sep 2017 02:10 PM (IST)
NEXT
PREV
মস্কো: পূর্ব সিরিয়ার ডের এজরের কাছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে নিহত হলেন রাশিয়ার সেনাকর্তা। নিহত সেনা অফিসার জেনারেল ভালেরি আসাপভ সিরিয়ার সরকারি সেনাবাহিনীর উপদেষ্টা হিসাবে কাজ করছিলেন।
রুশ প্রতিরক্ষামন্ত্রককে উদ্ধৃত করে স্থানীয় মিডিয়া জানিয়েছে, আইএস জঙ্গিদের গুলিবৃষ্টি, শেলিংয়ের মধ্যে একটি শেল বিস্ফোরণে ফেটে তিনি নিহত হন। তাঁকে মরণোত্তর খেতাব দিয়ে সম্মানিত করা হবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষামন্ত্রক।
ইরাক সীমান্তের নিকটবর্তী ডের এজর তেল, প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ হওয়ার ফলে সেখান থেকে নিজেদের চূড়ান্ত আধিপত্য যখন ছিল, তখন প্রচুর অর্থ কামিয়েছে আইএস।
২০১৫-র সেপ্টেম্বর দামাস্কাস সরকারের সমর্থনে হস্তক্ষেপ করে রাশিয়া। সেই থেকে তারা ডের এজরের ওপর অভিযানে সিরিয়ার সরকারি বাহিনীকে সাহায্য করেছে।
মস্কো: পূর্ব সিরিয়ার ডের এজরের কাছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে নিহত হলেন রাশিয়ার সেনাকর্তা। নিহত সেনা অফিসার জেনারেল ভালেরি আসাপভ সিরিয়ার সরকারি সেনাবাহিনীর উপদেষ্টা হিসাবে কাজ করছিলেন।
রুশ প্রতিরক্ষামন্ত্রককে উদ্ধৃত করে স্থানীয় মিডিয়া জানিয়েছে, আইএস জঙ্গিদের গুলিবৃষ্টি, শেলিংয়ের মধ্যে একটি শেল বিস্ফোরণে ফেটে তিনি নিহত হন। তাঁকে মরণোত্তর খেতাব দিয়ে সম্মানিত করা হবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষামন্ত্রক।
ইরাক সীমান্তের নিকটবর্তী ডের এজর তেল, প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ হওয়ার ফলে সেখান থেকে নিজেদের চূড়ান্ত আধিপত্য যখন ছিল, তখন প্রচুর অর্থ কামিয়েছে আইএস।
২০১৫-র সেপ্টেম্বর দামাস্কাস সরকারের সমর্থনে হস্তক্ষেপ করে রাশিয়া। সেই থেকে তারা ডের এজরের ওপর অভিযানে সিরিয়ার সরকারি বাহিনীকে সাহায্য করেছে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -