মস্কো: ভয়াবহ বিমান দুর্ঘটনা রাশিয়ায়। অন্তত ৭১ জনের মারা যাওয়ার আশঙ্কা। সংবাদসংস্থা সূত্রে খবর, রবিবার রাজধানী মস্কোর ডোমোডেডোভো বিমানবন্দর থেকে ওরস্কের উদ্দেশে যাচ্ছিল আন্তঃদেশীয় সারাতভ এয়ারলাইন্সের অ্যান্টোনভ এএন-১৪৮ বিমানটি। বিমানে ৬৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন।
খবরে প্রকাশ, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই মস্কোর কাছে রামেনস্কি জেলায় ভেঙে পড়ে বিমানটি। আরগুনোভো গ্রামের বাসিন্দারা রুশ সংবাদসংস্থা ইতার-তাসকে জানিয়েছেন, জ্বলন্ত বিমানকে তারা আকাশ থেকে পড়তে দেখেছেন। আশঙ্কা, বিমানে থাকা সকলের মৃত্যু হয়েছে। বিমানের ধ্বংসাবশেষ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও জরুরি বিভাগের আধিকারিকরা। তাদের আশঙ্কা, এই দুর্ঘটনায় কারওরই বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ সরকারি চ্যানেলে দেখানো হচ্ছে, বরফের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি মাত্র সাত বছরের পুরনো। রুশ জরুরি বিভাগের আধাকারিকদের দাবি, প্রতিকূল আবহাওয়ার জন্য সম্ভবত বিমানটি ভেঙে পড়েছে। তাঁরা জানান, বেশ কয়েকদিন ধরেই ব্যাপকহারে তুষারপাত হচ্ছে। আবহাওয়াও প্রতিকূল। ফলে, দৃশ্যমানতাও অত্যন্ত কম।
ডোমোডেডোভো বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই রেডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার খবর মিলতেই ঘটনাস্থলের দিকে রওনা দেন রুশ পরিবহণ মন্ত্রী। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে  সারাতভ এয়ারলাইন্স।