মস্কো: আরও ৬ বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট থাকছেন ভ্লাদিমির পুতিন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি বড় ব্যবধানে জয় পেলেন। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রবিবারের নির্বাচনে ভ্লাদিমির পুতিন প্রত্যাশিত জয় পেয়েছেন। এখনও পর্যন্ত প্রকাশিত ফলে জানা গিয়েছে, তিনি ৭৫ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন।’ এই নিয়ে টানা চতুর্থবার রাশিয়ার ক্ষমতায় থাকছেন পুতিন।
রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে পুতিনের জয় নিশ্চিত ছিল। রাশিয়ার সরকারি বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল, ৭৩.৯ শতাংশ ভোট পেতে পারেন পুতিন। তার তুলনায় কিছুটা বেশি ভোটই পেলেন তিনি। ২০১২ সালের নির্বাচনের তুলনায় এবার তাঁর ভোট বেড়েছে। গত প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন পেয়েছিলেন ৬৪ শতাংশ ভোট।
রাশিয়ায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ১০৭ মিলিয়ন। মস্কোয় ভোটগ্রহণ শেষ হওয়ার আগে পর্যন্ত ৬০ শতাংশ ভোট পড়ার কথা জানা যায়। শেষপর্যন্ত অবশ্য কত ভোট পড়েছে, সেটা এখনও জানা যায়নি।
রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ফের বড় ব্যবধানে জয় পুতিনের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Mar 2018 08:39 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -