লাহৌর: পাকিস্তান সরকার জামাত-উদ-দাওয়ার অনুদান সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করায় সেদেশের প্রতিরক্ষামন্ত্রী খুররম দাস্তগিরকে ১০ কোটি টাকার মানহানির মামলার নোটিস পাঠালেন হাফিজ সইদ। তাঁর আইনজীবী এ কে ডোগার এই নোটিসে লিখেছেন, ‘আপনাকে ১৪ দিনের মধ্যে আমার মক্কেলের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। তাঁর ক্ষমাপ্রার্থনার পাশাপাশি প্রতিশ্রুতি দিতে হবে, ভবিষ্যতে সতর্ক থাকবেন। এটা না করলে পাকিস্তানের দণ্ডবিধির ৫০০ ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এর ফলে আপনার দু’বছরের কারাদণ্ড হতে পারে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ এবং মিথ্যাচার ও প্রতারণার অভিযোগ করার পরেই সোমবার জামাত, ফালাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশন (এফআইআফ) সহ কয়েককটি সংগঠনের অনুদান সংগ্রহের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পাক সরকার। দাস্তগির বলেছেন, সন্ত্রাসবাদীরা যাতে স্কুলপড়ুয়াদের উপর গুলি চালাতে না পারে, সেটার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। পাক প্রতিরক্ষামন্ত্রীর আরও দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে নয়, বরং নিজেরাই অনেক ভাবনা-চিন্তা করে এই পদক্ষেপ করেছেন।
হাফিজের আইনজীবী অবশ্য দাবি করেছেন, জামাতের সঙ্গে লস্কর-ই-তৈবার কোনও যোগ নেই। জামাতের উপর রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞা বেআইনি। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে হাফিজ ও জামাতের সুনামের ব্যাপক ক্ষতি করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে ১০ কোটি টাকার মানহানির মামলার নোটিস হাফিজ সইদের
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jan 2018 10:48 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -