রিয়াধ: সন্ত্রাসবাদী কার্যকলাপে দোষী সাব্যস্ত ৩৭ জন নাগরিককে হত্যা করল সৌদি আরব। সৌদির অভ্যন্তরীণ মন্ত্রক এ কথা জানিয়েছে। সরকার নিয়ন্ত্রিত সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মক্কা, মদিনা, কাসিম প্রদেশ ও আরেকটি প্রদেশে মৃত্যুদণ্ডের সাজার রায় কার্যকর করা হয়েছে।
এদের বিরুদ্ধে কট্টরপন্থী আদর্শ গ্রহণ, সন্ত্রাসবাদী সেল গঠন, সংকীর্ণ গোষ্ঠী সংঘাতে মদক দেওয়া, নিরাপত্তা বাহিনীকে আক্রমণের অভিযোগ ছিল। দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ‘শত্রু পক্ষগুলির’ সঙ্গে সহযোগিতার দায়েও তাদের অভিযুক্ত করা হয়েছিল। প্রসঙ্গত, সৌদির নিরাপত্তাবাহিনী ঘনঘন আল কায়েদা ও ইসলামিক স্টেট অনুগামীদের হামলার টার্গেট হয়।