মুম্বই: শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ কেড়ে নিয়েছে প্রায় ৩০০ মানুষের প্রাণ। নারকীয় জঙ্গি হামলা ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের প্রায় এক দশকের স্থিতিশীলতার ভিত কাঁপিয়ে দিয়েছে। জঙ্গি হামলার এই বর্বরতায় শিউরে উঠেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার চামিন্ডা ভাসও। শোকে ভারাক্রান্ত গলায় তিনি বলেছেন, আমরা তো আর হারানো প্রাণগুলি ফিরিয়ে আনতে পারব না।
দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, এই আকূল আর্তি জানিয়ে ভাস ও তাঁর সহ খেলোয়াড় রঙ্গনা হেরাথ বলেছেন, এটা আরও শক্ত ও ঐক্যবদ্ধ হওয়ার সময়।
ভাস বলেছেন, খুবই দুঃখের। শ্রীলঙ্কায় এমন ঘটবে, তা কখনও ভাবতেও পারিনি। আমাদের দেশটা দারুণ আর অতিথি পরায়ণ। মানুষজনও বেশ বন্ধুত্বপূর্ণ। এ ধরনের ঘটনা খুবই বিষাদময়।
একদিনের ক্রিকেটে ৪০০ এবং টেস্ট ক্রিকেটে ৩৫৫ উইকেটের মালিক ভাস বলেছেন, আমাদের নতুন করে গড়ে তুলতে হবে। গীর্জা বা হোটেল নতুন করে গড়ে তোলা যায়। কিন্তু প্রাণগুলি আর তো ফিরিয়ে আনতে পারব না। আমি নিশ্চিত, শ্রীলঙ্কা সরকার ও মানুষ এবার খুবই ঐক্যবদ্ধ হবে এবং আমদের মধ্যে যাতে একতা থাকে তা নিশ্চিত করবে।
হেরাথের দখলে রয়েছে ৪৩৩ টেস্ট উইকেট।
ইস্টার সানডে-তে গীর্জা ও বিলাসবহুল হোটেলে বিস্ফোরণের ঘটনায় শ্রীলঙ্কা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করেছে।
স্থানীয় একটি টি ২- টুর্নামেন্টের উদ্বোধন করতে মুম্বইয়ে আসেন ভাস ও হেরাথ। নিজের সময়ের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার হেরাথ বলেছেন, এই সংকটের সময়ে দেশকে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। এ ধরনের ঘটনা আতঙ্ক তৈরি করতে পারে কিন্তু আমরা আরও শক্তিশালী হয়ে উঠব।
দেশের পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন ভাস। তিনি বলেছেন, বিশ্বের যে কোনও জায়গায় এ ধরনের হামলা ঘটতে পারে। সম্প্রতি নিউজিল্যান্ডে এমনই ঘটেছে।এই দুষ্কৃতিদের নির্দিষ্ট কোনও জায়গা নেই। তারা বিশ্বের যে কোনও জায়গায় হামলা চালাতে পারে। আমি নিশ্চিত, শ্রীলঙ্কা ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
‘আমরা তো আর প্রাণ ফিরিয়ে আনতে পারব না’, শ্রীলঙ্কার বিস্ফোরণের ঘটনায় আক্ষেপ চামিন্ডা ভাসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2019 06:05 PM (IST)
দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, এই আকূল আর্তি জানিয়ে ভাস ও তাঁর সহ খেলোয়াড় রঙ্গনা হেরাথ বলেছেন, এটা আরও শক্ত ও ঐক্যবদ্ধ হওয়ার সময়।
ভাস বলেছেন, খুবই দুঃখের। শ্রীলঙ্কায় এমন ঘটবে, তা কখনও ভাবতেও পারিনি। আমাদের দেশটা দারুণ আর অতিথি পরায়ণ। মানুষজনও বেশ বন্ধুত্বপূর্ণ। এ ধরনের ঘটনা খুবই বিষাদময়।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -