টরন্টো: কানাডার টরন্টোয় ১১ বছরের এক ছাত্রীর ওপর শুক্রবার হামলা চলেছে বলে অভিযোগ। এক ব্যক্তি কাঁচি দিয়ে তার হিজাব কেটে ফেলার চেষ্টা করে, তারপর পালায় ঘটনাস্থল থেকে।


মেয়েটির নাম নোমান। তার অভিযোগ, স্কুল থেকে ভাইয়ের সঙ্গে ফেরার সময় তার ওপর ঘটেছে এই হামলা। ওই ব্যক্তি ২ বার তার হিজাব কাটার চেষ্টা করে, সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। হামলাকারীকে ভয় দেখানোর জন্য তার দিকে ফিরে সে চিৎকার করে, তারপর ভাইকে নিয়ে ছুটে পালিয়ে যায়।

পরে সে দেখে তার হিজাবের নীচ থেকে ওপরে প্রায় ১২ ইঞ্চি কাটা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পুরুষ, এশীয়, কালো মাথা ঢাকা পোশাক ও চশমা পরে ছিল। বয়স ২০-র কাছাকাছি, ৬ ফুটের মত লম্বা, মাঝারি স্বাস্থ্য। টরন্টোর পূর্বে পলিন জনসন স্কুলের কাছে স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে।

প্রথম হামলার পর নিরাপত্তার জন্য দুই ভাইবোন অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গে হাঁটছিল কিন্তু বাড়ির রাস্তা আলাদা হওয়ায় একটা সময় অন্যদের থেকে সরে যেতে বাধ্য হয় তারা।

এর ১০ মিনিটের মধ্যেই ওই ব্যক্তি নাকি আবার ফিরে আসে। হাসি মুখে এবারেও সে হিজাব কাটতে যায়, তারপর চম্পট দেয়।

পুলিশ জানিয়েছে, তারা অভিযুক্তকে খুঁজছে।