করাচি: পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারতের আক্রমণের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থানকে পূর্ণ সমর্থন জানালেন শাহিদ আফ্রিদি। তাঁর দাবি, ইমরান যা বলেছেন সেটা স্বচ্ছ ও পরিষ্কার।



ভারতের অনেক প্রাক্তন ক্রিকেটারই পুলওয়ামার ঘটনা নিয়ে মুখ খুলেছেন। গৌতম গম্ভীর যুদ্ধের দাবি জানিয়েছেন। পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলার পক্ষে মতপ্রকাশ করেছেন হরভজন সিংহ। তবে এতদিন পাকিস্তানের কোনও প্রাক্তন ক্রিকেটার এ বিষয়ে মুখ খোলেননি। ইমরান দাবি করেন, পুলওয়ামার হামলার সঙ্গে পাকিস্তানের যোগ নেই। ভারতের কাছে পাক-যোগের প্রমাণ থাকলে তা পেশ করারও দাবি জানান ইমরান। তিনি হুঁশিয়ারি দেন, ভারত যদি আক্রমণ করে, তাহলে পাল্টা জবাব দেবে পাকিস্তান। এ বিষয়েই ইমরানের পাশে দাঁড়ালেন আফ্রিদি।