ইসলামাবাদ: আর কোনওদিন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী নওয়াজ শরিফ। আজ পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে জানিয়েছেন, শরিফ সহ যে দুই এমপি-র সরকারি পদে থাকার অধিকার খারিজ করে দেওয়া হয়েছিল, সেই রায় বহাল থাকবে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, সুপ্রিম কোর্ট একবার যদি কোনও ব্যক্তির পদাধিকার খারিজ করে দেয়, তাহলে তিনি ফের সেই পদে বসতে পারেন না। এ বছরের জুনে পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগে সুপ্রিম কোর্টের এই রায়ে ধাক্কা খেলেন শরিফ।
পানামা পেপার্স দুর্নীতিতে গত বছরের ২৮ জুন শরিফকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানায়, ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে তাঁর ছেলের সংস্থার কাছ থেকে পাওয়া বেতনের কথা উল্লেখ করেননি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী। তিনি নিজেকে সৎ ও ধর্মনিষ্ঠ বলে প্রমাণ করতে পারেননি। এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের প্রধানের পদ থেকেও শরিফকে সরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। এরপর আজ এল সবচেয়ে বড় ধাক্কা।
পাক সুপ্রিম কোর্টের রায়, আর নির্বাচনে লড়াই করতে পারবেন না নওয়াজ শরিফ
Web Desk, ABP Ananda
Updated at:
13 Apr 2018 08:00 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -