আমেরিকায় ট্রাম্প বিরোধী মিছিলের কাছে গুলি, আহত বহু
ABP Ananda, Web Desk | 10 Nov 2016 10:06 AM (IST)
সিয়াটল: ডোনাল্ড ট্রাম্প বিরোধী মিছিলের পাশে গুলি চলেছে বলে জানিয়েছে সিয়াটল পুলিশ। এতে জখম হয়েছেন অনেকে। পুলিশ টুইটারে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধে ৭টার পর ঘটেছে এই ঘটনা। অন্তত ৫জনের চিকিৎসা শুরু হয়েছে, তাঁদের মধ্যে দু’জনের জীবন সংশয় রয়েছে। আরও পড়ুন ট্রাম্পের জয়ের প্রতিবাদে আমেরিকার দিকে দিকে বিক্ষোভ, পোড়ানো হল কুশপুতুল, জাতীয় পতাকা ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে জেতার পর আমেরিকার দিকে দিকে বেরিয়েছে প্রতিবাদ মিছিল। তবে ওই গুলিচালনা মিছিলের সঙ্গে সংশ্লিষ্ট কিনা, তা জানা যায়নি এখনও। কে গুলি চালিয়েছে, এখনও জানা যায়নি।