লাহোর: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য ওয়াগা সীমান্ত পেরিয়ে লাহোর পৌঁছলেন নভজ্যোত সিংহ সিধু। সেখান থেকে তিনি যাবেন ইসলামাবাদ। কাল সেখানেই ইমরান শপথ নেবেন।
নিজের চেনা মেজাজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন ভারতীয় টেস্ট ক্রিকেটার পাক সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ভোটের পথে ইমরানের নির্বাচনে মাধ্যমে পাকিস্তানে গণতন্ত্রে ঘটে যাওয়া পরিবর্তনকে স্বাগত জানিয়ে সিধু বলেন, দুটি প্রতিবেশী দেশের মধ্যে শান্তি স্থাপনে উদ্যোগ নিতে এগিয়ে আসা উচিত ইমরানের। ভারতের শুভেচ্ছা দূত হিসাবে তিনি পাকিস্তানে ‘ভালবাসার বার্তা’ নিয়ে এসেছেন বলেও মন্তব্য করেন সিধু। বলেন, আমি এখানে একজন রাজনীতিবিদ নয়, বন্ধু হিসাবে এসেছি। আমার বন্ধু ইমরানের আনন্দ, খুশিতে সামিল হতে চাই। ক্রিকেটার, শিল্পীরা দু দেশের মানুষকে কাছাকাছি আনতে সাহায্য করেন বলে অভিমত জানান সিধু। কবিতার লাইন উদ্ধৃত করে ‘হিন্দুস্তান জীবে, পাকিস্তান জীবে’ বলেও মন্তব্য করেন।
প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গ তুলে সিধু বলেন, উনিও দুটি দেশের মধ্যে শান্তির কথা বলতেন। বাজপেয়ীকে উদ্ধৃত করে তাঁকে বলতেও শোনা যায়, পড়শীর ঘরে আগুন লাগলে তাঁর আঁচ আমাদেরও লাগে।
ইমরানের নেতৃত্বের গুণ ব্যাখ্যা করে সিধুর বক্তব্য, আমি ওঁকে নিজের দুর্বলতাকে শক্তিতে বদলে ফেলতে দেখেছি। ইমরান নিজের দেশের সমৃদ্ধির প্রতীক হয়ে উঠুক, এই কামনা করি।
ইমরানের জন্য তিনি কাশ্মীরী শাল উপহার নিয়ে এসেছেন বলে জানান সিধু।
প্রসঙ্গত, আগাম কর্মসূচি থাকায় চলতি সপ্তাহেই ইমরানের শপথে থাকার আমন্ত্রণ রক্ষায় অপারগতার কথা জানিয়েছেন দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাওস্কর, কপিল দেব।