কর্তারপুর: শান্তিস্থাপনের প্রয়াসে নভজ্যোত সিংহ সিধুর আগের পাকিস্তান সফর ঘিরে ভারতে প্রতিবাদ, সমালোচনা হওযায় প্রশ্ন তুললেন ইমরান খান। বিস্ময় প্রকাশ করে পাক প্রধানমন্ত্রীর প্রশ্ন, এ নিয়ে এত শোরগোল কেন। সেইসঙ্গে বুধবার ঐতিহাসিক কর্তারপুর করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ইমরান এও বলেছেন, পাকিস্তানে, বিশেষত পঞ্জাবে সিধুর বিপুল জনপ্রিয়তা আছে। ওখানে ভোটে লড়লেও জিতে যাবে।
ভারত থেকে শিখ তীর্থযাত্রীদের বিনা ভিসায় পাকিস্তানের কর্তারপুর সফরের পথ মসৃণ করতে করিডর তৈরির ব্যাপারে সিধুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। গত আগস্টে তিনি ইমরানের প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে যাওয়ায় বিজেপি সহ নানা মহল তাঁর সমালোচনা করেছিল। কংগ্রেস নেতা সিধুকে কটাক্ষ, সমালোচনার মুখে পড়তে হয় সেই অনু্ষ্ঠানে তিনি পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করায়।
ইমরান বলেন, শুনেছি, আমার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকায় দেশে ফিরে খুব নিন্দা শুনতে হয়েছে সিধুকে। জানি না, কেন ওর সমালোচনা হল। ও শুধু শান্তি, ভ্রাতৃত্বের কথাই বলেছিল।
পাশাপাশি ইমরান শ্লেষের সুরে বলেন, আশা করি, দুদেশের সম্পর্কের উন্নতির জন্য আমাদের সিধুর প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই ভারতের নেতৃত্ব ইতিবাচক পদক্ষেপ করবেন।