বেজিং: সিকিমে দু দেশের সেনাবাহিনীর বিরোধ নিয়ে ফের ভারতের বিরুদ্ধে সুর চড়াল চিন। বুধবারও সিকিম থেকে সেনা প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি চিন দাবি করেছে, ভারত পঞ্চশীল চুক্তি পদদলিত করেছে। ভারত মানুষকে বিপথে চালিত করছে বলেও দাবি চিনের।
এদিন এক সাংবাদিক সম্মেলনে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জেনারেল শুয়াং দাবি করেছেন, রাষ্ট্রপুঞ্জের সনদে যে আন্তর্জাতিক আইন এবং নীতির কথা বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী সেটা লঙ্ঘন করেছে। ১৯৫০ সালে ভারত, চিন ও মায়ানমার পঞ্চশীল চুক্তি করেছিল। কিন্তু ভারতীয় সেনাবাহিনী অন্য দেশে বেআইনিভাবে ঢুকে পড়ে সেই চুক্তি পদদলিত করেছে।
শুয়াংয়ের আরও দাবি, ভারতীয় সেনাবাহিনী যেভাবে চিনে অনুপ্রবেশ করেছিল, সেটা অত্যন্ত গুরুতর। এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। পরিস্থিতির যাতে অবনতি না হয়, তার জন্য ভারতের সেনাবাহিনী সরিয়ে নেওয়া উচিত। ভারত যে ভুল করেছে সেটা সংশোধন করা উচিত। তবেই প্রতিবেশীদের আস্থা অর্জন করতে পারবে ভারত।
ভারত পঞ্চশীল চুক্তি পদদলিত করেছে, অভিযোগ চিনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jul 2017 09:45 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -