ওয়াশিংটন: আমেরিকার ওয়াশিংটন প্রদেশের টাকোমা শহরে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ২২। ৭৮ জন যাত্রী ও ৫ কর্মীকে নিয়ে সিয়াটল থেকে পোর্টল্যান্ড যাচ্ছিল ট্রেনটি।


এদিনই প্রথম যাত্রা শুরু করে দ্রুত গতিসম্পন্ন ওই ট্রেন। ওয়াশিংটনের কাছে ডুপন্টে ঘটে দুর্ঘটনা। এর জেরে একটি ওভারপাসের ওপর দিয়ে যাওয়া ১৪টি গাড়ির মধ্যে ১৩টিই ছিটকে পড়ে মাটিতে। তবে দুর্ঘটনায় মৃতদের সকলেই ট্রেনযাত্রী বলে জানা গিয়েছে।



ওভারপাসের ওপর থেকে ট্রেন ছিটকে পড়ায় রাস্তা দিয়ে যাওয়া বহু মানুষ অল্প বিস্তর আহত হন। অন্তত ৭৭ জনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়।

আমট্রাক নামে যে বেসরকারি সংস্থার ওই ট্রেন, তারা বলেছে, এই দুর্ঘটনায় তারা অত্যন্ত শোকাহত। দুর্ঘটনার জেরে ওয়াশিংটনে জরুরি অবস্থাকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।