কোয়েটা: বড়দিনের আগে জঙ্গিহানায় রক্তাক্ত হল পাকিস্তানের গির্জা। দক্ষিণ পশ্চিম পাকিস্তানের কোয়েটায় রবিবারের ভিড় ঠাসা গির্জায় পরপর দুবার জঙ্গিরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটাল। এতে অন্তত ৮ জন মারা গিয়েছেন, আহতের সংখ্যা ৪৫।


আইএসআইএস এই হামলার দায়স্বীকার করেছে।

রবিবারের প্রার্থনা তখন সবে শুরু হয়েছে। সে সময় বিস্ফোরক বোঝাই গেঞ্জি পরে বেথেল মেমোরিয়াল মেথডিস্ট চার্চে ঢুকে পড়ে জঙ্গিরা। একজন নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়, গির্জার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গুলিতে আহত আর এক আত্মঘাতী জঙ্গি উড়িয়ে দেয় নিজেকে। অন্যরা শুরু করে প্রার্থনাকারীদের ওপর গুলি চালানো। মৃতদের মধ্যে ২ জন মহিলা।

বালুচিস্তান প্রশাসন জানিয়েছে, ঘটনার সময় প্রায় ৪০০ খ্রিষ্টান গির্জার ভেতরে ছিলেন। কিন্তু জঙ্গিরা স্যাংচুয়ারির ভেতরে ঢোকার আগেই তাদের আটকে দেয় পুলিশ। ২ আত্মঘাতী জঙ্গি খতম হলেও ২ জন চম্পট দিয়েছে।

বড়দিনের সময় নিয়মিত খ্রিষ্টান ধর্মস্থানগুলি ইসলামীয় জঙ্গিদের হামলার শিকার হয়, তাই ওই গির্জায় হাই অ্যালার্ট ছিল। তারপরেও আজকের ঘটনা।