জাকার্তা:  ট্রেন চলছে। আর মালপত্র রাখার র্যা কে থেকে উঁকি মারছে একটি সাপ। এই দৃশ্য দেখে আতঙ্ক ছড়াল ট্রেন কম্পার্টমেন্টে। এরইমধ্যে এক তরুণ যাত্রী সাপটিকে লেজ ধরে টেনে আছাড় মারলেন ট্রেনের মেঝেতে। এক আঘাতেই মরে গেল সাপটি।
ইন্দোনেশিয়ার এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
জাকার্তা থেকে বোগোরে যাচ্ছিল ট্রেনটি। সাপ দেখা যাওয়ার পরই ট্রেনটি থামানো হয়। এরইমধ্যে পিঠে ব্যাগ রাখা চশমা পরিহিত তরুণ খালি হাতে তিন ফিট সাপটিকে টেনে বের করে মেরে ফেললেন। যাত্রীরা সহ লাঠি হাতে নিরাপত্তা কর্মীদেরও তখন নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
ওই যাত্রী সাপটিকে ট্রেনের কামরার দরজার বাইরে বের করেও দেন। সেখানে অপেক্ষারত নিরাপত্তা কর্মীরা সাপটিকে নিয়ে যান।
সাপটি কোনও ধরনের বা সেটি বিষধর কিনা, তা জানা যায়নি।
ট্রেন পরিচালক কেসিআই জানিয়েছে, এক যাত্রীর ব্যাগ থেকে বেরিয়ে আসে সাপটি। এই ঘটনার জন্য যাত্রীদের কাছে খেদ ব্যক্ত করেছে সংস্থা।