দুবাই:  দুবাইগামী এমিরেটসের বিমানে মিলল সাপ। যার জেরে বাতিল হল উড়ান। খবরে প্রকাশ, গতকাল মাস্কাট থেকে দুবাইগামী এমিরেটসের বিমান ফ্লাইট ইকে০৮৬৩ কে বাতিল করা হয়। কারণ, যাত্রী ওঠার আগে, বিমানের কার্গো সেকশনের মধ্যে একটি সাপ নজরে আসে। বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং ও সাফাইকর্মীরা বিমানটিকে পুরো সাফ করার পরই বিমানটি ফের উড়ানের জন্য তৈরি হবে।


বিমানের মধ্যে সাপের আবির্ভাব এই প্রথম নয়। গত বছর নভেম্বর মাসে তোরিয়োঁ থেকে মেক্সিকো সিটি যাওয়ার সময় মাঝ আকাশে এরোমেক্সিকো বিমানের মধ্যে কেবিন ব্যাগাজের জায়গায় একটি দৈত্যকায় সাপ দেখতে পান যাত্রীরা। তাঁরা রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন। সেই অবস্থায়, একটি কম্বল দিয়ে সাপটিকে বাগে আনেন যাত্রী ও ক্রু-সদস্যরা।