নয়াদিল্লি: কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিনের থেকেও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ব্রাজিলে। সংখ্যাটা ৫০০০। একদিনে ৪৭৪ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে সেদেশে। যখন করোনা আতঙ্কে কাঁপছে গোটা ব্রাজিলতখন রেকর্ডসংখ্যক মৃত্যুর পরও হেলদোল নেই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর। সংবাদসংস্থাকে তিনি বললেন, 'আমি দুঃখিত। কিন্তু এর জন্য আপনারা আমায় কী করতে বলছেন?'


প্রেসিডেন্টের এই বক্তব্যে ক্ষুদ্ধ ব্রাজিলবাসী। সেখানকার সংবাদমাধ্যমে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যার পাশেই বড় করে ছেপে দেওয়া হয়েছে এই বক্তব্য। বিরোধী দলনেতা মার্সেলো ফ্রেইশো প্রতিবাদ করে টুইটারে লেখেন, 'বোলসোনারো একজন খারাপ প্রেসিডেন্ট, ভণ্ড রাজনীতিবিদ।'

বোলসোনারো সংবাদমাধ্যমকে আরও বলেনআমার নামের মতো আমার কোনও অলৌকিক কাজ করার ক্ষমতা নেই। কিন্তু এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই কটাক্ষ করেন সাংবাদিক থেকে গায়কচিত্রনাট্যকার ও অন্যান্যরা। নান্দো মৌড়া লেখেন, 'ইনি দেশনায়ক!সাংবাদিক সনিয়া ব্রাদির মন্তব্য, 'অত্যন্ত দুঃখের বিষয়।'

গত ২৬ ফেব্রুয়ারি ব্রাজিলে প্রথম করোনা ভাইরাসের কেস ধরা পড়ে। এরপর থেকেই বারবার বোলসোনারো করোনাকে 'গণ উন্মাদনাবলে ব্যাখ্যা করেছেন।