ওয়াশিংটন: এবার কয়েক সেকেন্ডের মধ্যেই চার্জ দেওয়া যাবে স্মার্টফোনে। এমন এক ‘ফ্লেক্সিবল্ সুপারক্যাপাসিটর’ প্রযুক্তি আবিষ্কার করেছেন আমেরিকার সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এই দলে রয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূতও।
নয়া প্রযুক্তিতে খুব অল্প সময়ের মধ্যেই চার্জ দেওয়া যাবে স্মার্টফোনে। এর মাধ্যমে শুধু মোবাইল ফোনেই নয়, চার্জ দেওয়া যাবে অন্যান্য বৈদ্যুতিন সামগ্রীতেও।
বিশ্ববিদ্যালয়ের ভারতীয় বংশোদ্ভূত গবেষক নিতিন চৌধুরী জানিয়েছেন, মোবাইল ফোনে ব্যাটারির বদলে এই ‘সুপারক্যাপাসিটর’ রাখলেই কয়েক সেকেন্ডের মধ্য ফুল চার্জ হয়ে যাবে স্মার্টফোন। এরপর এক সপ্তাহ চার্জ না দিলেও আপনাকে এব্যাপারে উদ্বেগে থাকতে হবে না।
অন্যান্য গবেষকরা জানিয়েছেন, গ্রাফিন, ২ ডি মেটেরিয়াল, ন্যানোমিটার-পুরু কয়েক লক্ষ তার দিয়ে তৈরি এই সুপারক্যাপাসিটর। খুব দ্রুত এর মধ্যে দিয়ে ইলেকট্রন ট্রান্সফার হতে পারে। যার ফলে শীঘ্রই চার্জড হয়ে যায়।
কয়েক সেকেন্ডেই চার্জ দেওয়া যাবে স্মার্টফোনে!
Web Desk, ABP Ananda
Updated at:
22 Nov 2016 01:58 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -