বেশ কয়েক মাইল দূর থেকে এই বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। এই দুর্ঘটনা স্পেসএক্সের কাছে বড় ধাক্কা। গত বছর প্রথম স্যালেটাইল উত্ক্ষেপণের সময় যে দুর্ঘটনা ঘটেছিল, তার ক্ষতি এখনও মেরামত করা সম্ভব হয়নি। স্যালেলাইট ডেলিভারির লক্ষ্যে পৌঁছতে পারেনি সংস্থাটি। একইসঙ্গে এই দুর্ঘটনা নাসার কাছেও একটা ধাক্কা। কারণ, ইন্টারন্যাশনাল প্রাইভেট স্টেশনে মহাকাশচারী এবং জিনিসপত্র সরবরাহের জন্য নাসা বেসরকারি মহাকাশ সংস্থাগুলির ওপর নির্ভর করছিল।
কেপ কার্নিভালে এয়ার ফোর্স স্টেশনে মানবহীন ফ্যালকন রকেট উত্ক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল স্পেসএক্স।এরইমধ্যে এই বিস্ফোরণ ঘটে।