পেশওয়ার: পাকিস্তানের পেশওয়ারে শুক্রবার সকালে খ্রীষ্টান কলোনিতে আত্মঘাতী জঙ্গি হামলা। হামলায় এক সাধারণ নাগরিক সহ দুই বন্দুকধারীর মৃত্যু হয়েছে।
যদিও পাকিস্তানের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, আজকের আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার জঙ্গির মৃত্যু হয়েছে। সকাল ৬টায় পেশওয়ারে খ্রীষ্টান কলোনির কাছে প্রথম আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা।এলাকাটি আফগান-পাক সীমান্তে ওয়ারসাক বাঁধের কাছে। সূত্রের খবর এখনও পর্যন্ত ওই এলাকা থেকে বন্দুকের আওয়াজ পাওয়া যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা ওই এলাকা থেকে বিস্ফোরণের শব্দও পেয়েছে। একটি হেলকপ্টারকেও এলাকায় টহল দিতে দেখা গিয়েছে, দাবি সূত্রের।
পুলিশ ছাড়াও, পাকিস্তান সেনাবাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলেছে বলে জানা গিয়েছে।
জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, মৃত বহু, আহত ৪০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Sep 2016 04:57 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -