ফোয়েনিক্স পুলিশ বিভাগ তাক লাগিয়ে দেওয়ার মতো ঘটনার ভিডিও ফুটেজ বুধবার প্রকাশ করে। যে গাড়িটি ওই জিপকে ধাক্কা দেয়, সেই শেভ্রোলে ক্রুজ চালকের প্রশংসা করে পুলিশ বলেছে ‘দেবদূত’।
১৩ সেকেন্ডের এই রুদ্ধশ্বাস ভিডিওতে যে জিপটি দেখা গিয়েছে, সেটি মত্ত অবস্থায় চালাচ্ছিলেন এরনেস্টো ওটানেজ ওভেসো নামে এক ব্যক্তি। সিগন্যাল উপেক্ষা করেই তীব্র গতিতে ওই দম্পতি ও তাঁদের সন্তানের দিকে ছুছে আসছিল জিপটি। কিন্তু তাঁদের ধাক্কা মারার ঠিক আগের মুহুর্তে শেভ্রোলে ক্রুজ ঘটনাস্থলে আসে এবং জিপটির ধারে ধাক্কা মারে। আর এই দুর্ঘটনার জেরেই প্রাণ বেঁচে গেল ওই পরিবারের।
পুলিশ জানিয়েছে, জিপের ২৮ বছরের চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর সঙ্গে ছিলেন এক মহিলা। তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
একেবারে সঠিক সময়ে ওই জিপটির পথ আটকে দেওয়া গাড়ির ২৭ বছরের চালকের পরিচয়ও জানিয়েছে পুলিশ। তাঁর নাম শ্যানন ভিভার। ঘটনা সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া, আমরা যে সবাই এরপরও বেঁচে রয়েছে, সেজন্য আমি খুব খুশি।