নয়া দিল্লি : চরম আর্থিক সঙ্কটে শ্রীলঙ্কা (Sri Lanka)। পাশে দাঁড়িয়েছে ভারত। ভারতের এই উদ্যোগের এবার প্রশংসা করলেন ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের (IMF) ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা। এর পাশাপাশি তিনি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে আশ্বস্ত করেন যে, এই প্রতিষ্ঠানও চরম সঙ্কটের সময় দ্বীপরাষ্ট্রের পাশে থাকবে।
ওয়াশিংটন ডিসি-তে আইএমএফ-বিশ্বব্যাঙ্কের স্প্রিং মিটিং চলাকালীন নির্মলা সীতারমণের মুখোমুখি হন জর্জিভা। সেই সময়ই এই মন্তব্য করেন তিনি। স্বাধীনতার পর এই প্রথম এরকম আর্থিক সঙ্কটে পড়েছে শ্রীলঙ্কা। খাদ্য ও জ্বালানির চরম সঙ্কট, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো একাধিক সমস্যা দেখে দিয়েছে শ্রীলঙ্কায়। সামগ্রিক পরিস্থিতির শ্রীলঙ্কা সরকার যেভাবে মোকাবিলা করছে তাতে দেশের মানুষ বিক্ষুব্ধ। গোটা দেশ কার্যত ক্ষোভে ফুঁসছে। বিভিন্ন প্রান্তে প্রতিবাদ শুরু হয়েছে। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে ও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন।
শ্রীলঙ্কার অনেকের দিন কাটছে অনাহারে-
এদিকে দেশের একটি বড় অংশের মানুষ কার্যত অনাহারে দিন কাটাচ্ছেন। তার জেরে সরকারি বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। এই পরিস্থিতিতে মঙ্গলবার শ্রীলঙ্কা সরকার ঋণখেলাপের আগাম সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে।
দেশের অর্থমন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, যাবতীয় বৈদেশিক বাধ্যবাধকতা, বিদেশি সরকারের থেকে গৃহীত ঋণ, কোনও কিছুই মেটানোর সাধ্য নেই দেশের সরকারের। পরিস্থিতির যাতে আরও অবনতি না হয়, আপাতত সেদিকেই নজর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন ; সংকট থেকে বাঁচতে তামিলনাডু উপকূলে দলে দলে শ্রীলঙ্কাবাসী
এই পরিস্থিতিতে রবিবার ১৯ জন শ্রীলঙ্কার শরণার্থী তামিলনাড়ু উপকূলে পৌঁছেছেন। সরকারি সূত্রে জানা গেছে, এদের মধ্যে নারী ও শিশুরাও ( Sri Lankan refugees) রয়েছেন। তাঁরা সবাই শ্রীলঙ্কার উত্তরাঞ্চল থেকে দুটি পৃথক নৌকায় করে রামেশ্বরম উপকূলে পৌঁছেছেন। সর্বশেষ পাওয়া খবর অনুসারে, ২২ মার্চ থেকে মোট ৩৯ জন শ্রীলঙ্কা থেকে তামিলনাডুতে এসে পৌঁছেছেন।