কলম্বো: শ্রীলঙ্কায় জারি হল জরুরি অবস্থা। শুক্রবার শ্রীলঙ্কার (Srilanka) প্রেসিডেন্ট গোতেবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa) জরুরি অবস্থা (state of emergency) ঘোষণা করেন। এরফলেই শ্রীলঙ্কার সেনাবাহিনীর হাতেই আপাতত ক্ষমতা যাচ্ছে। সম্প্রতি বিপুল অর্থনৈতিক সঙ্কটের (Economic Crisis) মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। মুদ্রাষ্ফীতি, মূল্যবৃদ্ধিতে (Inflation) জেরবার ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটি। সেই কারণে আন্দোলন চলছে শ্রীলঙ্কায়। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে বিক্ষোভ দেখাতে আছড়ে পড়ে জনতার ঢল। তারপরেই শুক্রবার জরুরি অবস্থা জারির ঘোষণা সেদেশের রাষ্ট্রপতির।
কী বলেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট:
রাজাপক্ষে জানিয়েছেন, তিনি মনে করেন এখন শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারির পরিস্থিতি হয়েছে। এখন সেদেশের প্রশাসন আন্দোলন দমাতে যাকে যখন গ্রেফতার ও আটক করতে পারবে। দেশ গভীর অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রপতিকে দায়ী করে আন্দোলন চলছে সেদেশে। রাষ্ট্রপতির বাসভবনের সামনে বিক্ষোভ দেখানোর জন্য একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার (Arrest) করা হয়েছে। জরুরি অবস্থা চালু হওয়ায় যেকোনও আন্দোলন কড়া হাতে দমাতে পারবে সেদেশের প্রশাসন। একদিকে ভয়ঙ্কর আর্থিক সঙ্কট, তার উপরে এমন রাজনৈতিক পরিস্থিতি। দুইয়ের জেরে কোথায় দাঁড়াবে শ্রীলঙ্কা? কপালে ভাঁজ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।
কী ঘটছে শ্রীলঙ্কায়:
দীর্ঘদিন ধরে প্রবল অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের (India) এই প্রতিবেশী দেশ। যা পরিস্থিতি তাতে খাবার কেনাও কঠিন হয়ে পড়েছে। মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের জোড়া ফলায় বিধ্বস্ত সে দেশ। বিদেশি মুদ্রার (Foreign Funds) তহবিল তলানিতে ঠেকায় জ্বালানি কিনতেও পারছে না শ্রীলঙ্কা। তার ফলে প্রবল শক্তি সঙ্কট শুরু হয়েছে শ্রীলঙ্কায়। একাধিক জায়গায় দীর্ঘক্ষণ ধরে লোডশেডিংও (Power Crisis) হচ্ছে। চিনসহ অনেক দেশের ভারী ঋণের বোঝার তলায় চাপা পড়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। প্রায় দেউলিয়া হওয়ার পথে সে-দেশ। শুধু বিলাসবহুল পণ্য নয়, সাধারণ মানুষের ব্যবহার্য জিনিসপত্রের দামই আকাশ ছুঁয়েছে। লাফিয়ে লাফিয়ে বেড়েছে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) দাম। আকাশ ছুঁয়েছে পাউরুটি, দুধের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দামও।
আরও পড়ুন: পাঁউরুটি ১৩০ টাকা, পেট্রোল ২৫৪ টাকা প্রতি লিটার ! মূল্যস্ফীতি আকাশ ছুঁল প্রতিবেশী দেশে