শ্রীনগর: উপত্যকায় অশান্তি অব্যাহত। তারই মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের এক মেয়েকে বিয়ে করলেন কাশ্মীরের পুলিশ আধিকারিক।
সূত্রের খবর, জম্মু কাশ্মীর পুলিশের এসআই ওয়াইস গিলানি মুজাফফরবাদের বাসিন্দা ফৈজা গিলানিকে বিয়ে করেন। মুজাফফরবাদেরই একটি হোটেলে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বরের কাছের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব। ২০১৪ সালেই তাঁদের ‘নিকাহ’ হয়ে গিয়েছিল। আনুষ্ঠানিকভাবে বিয়ে হল এতদিনে।
গত দুমাস ধরে উত্তপ্ত কাশ্মীরের পরিস্থিতি। সেই অশান্তি, বিক্ষোভ, গুলি-বোমার মধ্যেই ওয়াইস এবং ফৈজার চার হাত এক হল। জানা গিয়েছে, আগে থেকেই দুই পরিবারের মধ্যে পরিচয় ছিল। দেশভাগের সময় দুই পরিবার পৃথক হয়ে যায়। ২০১৪ সালে বরের বাবা শাবির গিলানি পাক অধিকৃত কাশ্মীরে গিয়েছিলেন। সেই সময়ই ‘নিকাহ’ অনুষ্ঠান সম্পন্ন হয়। কিন্তু বিভিন্ন কারণে মূল বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা যাচ্ছিল না। পাক-অধিকৃত কাশ্মীরে অশান্তি, শ্রীনগর থেকে মুজাফফরবাদে বাস পরিষেবা বন্ধ হওয়া প্রভৃতি বিভিন্ন কারণে দেরি হচ্ছিল বিয়ের অনুষ্ঠান।
শাবির গিলানি জানিয়েছেন, তাঁদের পুরো পরিবারই মুজাফফরবাদে থাকত। ১৯৪৭-এ যুদ্ধ এবং দেশভাগের সময় তাঁর বাবা এদেশে চলে আসেন। এখনও সেখানে তাঁদের অনেক আত্মীয়-স্বজন রয়ে গেছেন। বহু জমিজমাও রয়েছে সেখানে।
হিংসা-অশান্তির মধ্যেই পাক অধিকৃত কাশ্মীরের মেয়েকে বিয়ে এপারের পুলিশ অফিসারের
Web Desk, ABP Ananda
Updated at:
02 Sep 2016 01:56 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -