নয়াদিল্লি: ‘মুনওয়াক’-এর ইচ্ছে রাখেন? সাবধান, হৃদরোগ হতে পারে। সামান্য হাতে গোনা কয়েকজন মানুষ মহাকাশে পাড়ি দেওয়ায় এখনও এ নিয়ে ঠিকমত সমীক্ষা হতে পারেনি। কিন্তু যেটুকু অল্পস্বল্প তথ্য হাতে এসেছে, তাতেই পাওয়া গেছে এই চমকপ্রদ তথ্য। ১৯৯১-এ ৬১ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান জেমস আরউইন। ৪৩ বছরে যখন তাঁর প্রথম হার্ট অ্যাটাক হয়, তার ঠিক দুবছর আগে চাঁদ থেকে ঘুরে এসেছেন তিনি। নাসার চিকিৎসকরা দুয়ের মধ্যে কোনও যোগসূত্র পাননি। কিন্তু আরউইনের মৃত্যুর ঠিক এক বছর আগে, ৯০ সালে মারা যান তাঁরই সঙ্গী নভোচর রন ইভান্স। বয়স হয়েছিল মাত্র ৫৬, কারণ সেই হার্ট অ্যাটাক। ২০১২-য় নীল আর্মস্ট্রংও মারা যান কার্ডিওভাস্কুলার সার্জারির সময়, জটিলতার কারণে।

এই তিনজনের মধ্যে দুটি জিনিস কমন পেয়েছেন ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির কার্ডিওভাস্কুলার ফিজিওলজি বিশেষজ্ঞ মাইকেল ডেল্প। এঁরা সকলেই চাঁদে হেঁটেছেন। দ্বিতীয়ত, তিনজনেই হৃদরোগের শিকার। যদিও পৃথিবীর কক্ষপথ ছেড়েছেন এমন মানুষের সংখ্যা এতটাই নগণ্য, যে এ থেকে কিছু স্পষ্ট সিদ্ধান্তে আসা সম্ভব নয়। মাত্র ২৪জন পৃথিবীর কক্ষপথের বাইরে গেছেন, তাঁদের মধ্যে মারা গেছেন ৭জন। আর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তো আরও নগণ্য, মোটে ৩। এত সামান্য পরিসংখ্যান দিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো অসম্ভব বলে বিজ্ঞানীরা মনে করছেন।

এই মুহূর্তে অবশ্য নভোচরদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় গবেষণা কেন্দ্রীভূত ক্যানসার রোখার কাজে। যে চড়া মাত্রার রেডিয়েশন ও স্বল্প মাধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নিয়ে তাঁদের কাজ করতে হয়, তাতে ক্যানসারের আশঙ্কা অনেক বেশি বলে দাবি বিজ্ঞানীদের। কিন্তু অন্তহীন মহাকাশ যে হৃদযন্ত্রেও সমস্যা ডেকে আনতে পারে, সে ব্যাপারে সচেতন খুব অল্প কয়েকজন। যদিও হাতে গোনা কয়েকজনের মধ্যেই হওয়া সমীক্ষা মনে করছে, এই সম্ভাবনা আছে।