নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করেছেন ইতিমধ্যেই। আমেরিকাকে সন্ত্রাসবাদী হামলা থেকে সুরক্ষিত রাখার দাবি করে মার্কিন প্রেসিডেন্টের সাতটি দেশ থেকে উদ্বাস্তু-শরণার্থী ও পর্যটকদের আমেরিকায় ঢোকার ওপর চার মাসের নিষেধাজ্ঞার সিদ্ধান্তে গুগল-এর ক্ষতি হবে বলেও জানিয়েছেন। ট্রাম্পের নীতিতে ক্ষতিগ্রস্ত ২২০ গুগল কর্মীর পাশে দাঁড়াতে ৪০ লক্ষ ডলারের তহবিল গড়লেন সংস্থার সিইও সুন্দর পিচাই। তাঁদের সাহায্য করতে নিজের পকেট থেকে দিলেন ২০ লক্ষ মার্কিন ডলার। সমপরিমাণ অর্থ ডোনেশন হিসাবে দিতেও সংস্থার অভ্যন্তরীণ মেমোয় আবেদন জানিয়েছেন সংস্থার কর্মচারীদের। এই অর্থ দেওয়া হবে বিপাকে পড়া গুগল কর্মীদের হয়ে আইনি লড়াই চালানো চারটি সংস্থা- আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, দি ইমিগ্র্যান্ট লিগ্যাল রিসোর্স সেন্টার, দি ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ও রাষ্টপুঞ্জের মানবাধিকার সংস্থাকে।
ইউএসএ টুডে জানিয়েছে, গুগল এপর্যন্ত 'মানবিকতার কারণে' যত উদ্যোগ নিয়েছে, সেগুলির মধ্যে এটাই সবচেয়ে বড় মাপের।