ভিক্টোরিয়া পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আজ মেলবোর্নের বেশ কয়েকটি কনস্যুলেট অফিসে সন্দেহজনক প্যাকেট পাঠানো হয়েছে। এখন আমাদের মনে হচ্ছে আশঙ্কার কোনও কারণ নেই। কনস্যুলেট ভবনগুলি খালি করে তল্লাশি শুরু হয়। প্যাকেটগুলি খুঁজে বার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।’ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ছাড়াও ব্রিটেন, কোরিয়া, জার্মানি, ইতালি, সুইৎজারল্যান্ড, পাকিস্তান, গ্রিস ও ইন্দোনেশিয়ার কনস্যুলেটে সন্দেহজনক প্যাকেট পাঠানো হয়। ভারতীয় কনস্যুলেটের কর্মীরা সবাই নিরাপদে আছেন। মেলবোর্নে ভারত সহ ১০টি দেশের কনস্যুলেটে সন্দেহজনক প্যাকেট, শুরু তদন্ত
Web Desk, ABP Ananda | 09 Jan 2019 04:44 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
মেলবোর্ন: অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলেট সহ বিভিন্ন দেশের দূতাবাসে পাঠানো হল সন্দেহজনক প্যাকেট। স্থানীয় সময় অনুযায়ী আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ অন্তত ১০টি কনস্যুলেট ও দূতাবাসে পাঠানো হয় প্যাকেটগুলি। এরপরেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ছুটে যায় দমকল ও অ্যাম্বুল্যান্স। খালি করে দেওয়া হয় দূতাবাস ও কনস্যুলেট ভবনগুলি। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘দূতাবাস ও কনস্যুলেটগুলিতে সন্দেহজনক প্যাকেট পাঠানোর খবর পাওয়ার পরেই পুলিশ ও জরুরি বিভাগ নড়েচড়ে বসেছে। জরুরি বিভাগের কর্মীরা প্যাকেটগুলি পরীক্ষা করছেন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।’