বেজিং: চিনের কমিউনিস্ট পার্টির ৯৫তম প্রতিষ্ঠা দিবসে বিপত্তি। তাইওয়ানের একটি যুদ্ধজাহাজ থেকে দুর্ঘটনাবশত ক্ষেপণাস্ত্র চিনা ভূখণ্ডে ছুটে এসে আঘাত হানল একটি মাছ ধরার নৌকায়। নিহত হলেন এক জন। তিন জন আহত হয়েছেন। হতাহতরা সবাই তাইওয়ানেরই নাগরিক বলে জানিয়েছে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক।

 

হংকংয়ের একটি সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, সুপারসনিক জাহাজ-বিধ্বংসী ওই ক্ষেপণাস্ত্রটি তাইওয়ানের কাওসিয়ুং দ্বীপের নৌঘাঁটি থেকে অসাবধানতাবশত উৎক্ষিপ্ত হয়েছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৩০০ কিলোমিটার। তবে সেটি ৭৫ কিলোমিটার দূরে পেংহু অঞ্চলে ওই নৌকায় আঘাত হানে।

 

তাইওয়ানের নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল মেই চিয়া সু বলেছেন, কর্মীদের ভুলের কারণেই ওই ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। চিনের সঙ্গে যাতে ভুল বোঝাবুঝি না হয়, তার জন্য সচেষ্ট হয়েছে তাইওয়ানের সেনাবাহিনী।

 

অন্যদিকে, বেজিংয়ে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ানের স্বাধীনতার দাবিকে তাঁরা সমর্থন করেন না। চিন থেকে তাইওয়ানকে আলাদা করার চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।