টোকিও : দোলনার মতো দুলে ওঠে সবকিছু। বাড়ি ঘর, এমনকী মেট্রো রেলও। ঠিক যেন খেলনা গাড়ি। দুলতে শুরু করে অসম্ভব ভাবে। মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায় তাইওয়ান (Taiwan Earthquake )। ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থাকে পূর্ব এশিয়ার দেশ।
ঘড়ির কাটায় তখন আটটা । সকলেই প্রায় কাজমুখী। হঠাৎই পেন্ডুলামের মতো দুলতে শুরু করে ট্রেন, বাস, গাড়ি । এমনকী দুলে ওঠে আস্ত একটা ব্রিজ। গতিশীল মেট্রোরেলও এমন করে দুলতে শুরু করে যে, আতঙ্কে বসে পড়েন যাত্রীরা। প্রাণভয়ে চিৎকার শুরু করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে তাইওয়ানের ভূমিকম্পের একাধিক ছবি ও ভিডিও। সেখানে দেখা গিয়েছে, যে ব্রিজের উপর দিয়ে গাড়ি ছুটছে, সেখানে যানবাহন তো বটেই, ব্রিজটাও থরথর করে কেঁপে ওঠে। বহুতলগুলিও হেলে পড়ে। সোশ্যাল মিডিয়ায় সামনে আসা বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে, বিশাল বড় বাড়িগুলো পুরোপুরি গুঁড়িয়ে গিয়েছে।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৪। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । আহত হয়েছেন অন্তত ৬০ জন। তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূল থেকে ২৫ কিলোমিটার দূরে, প্রশান্ত মহাসাগরের নীচে ১৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। তাইওয়ানে ভূমিকম্পের জেরে জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে জারি করা হয়েছে সুনামির সতর্কতা। জাপানের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে , ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। ফিলিপিন্সের উপকূলবর্তী এলাকাগুলিতেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপান, ফিলিপিন্স, তাইওয়ান, এই দেশগুলি এমনিতেই সুনামিপ্রবণ। তাই বাড়তি সতর্কতা ।
রয়টার্সের সূত্রে পাওয়া খবর অনুসারে, তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছেন, তাইওয়ানের হুয়ালিয়েন উপকূল বরাবর সমুদ্রের জলে ছিল ভূমিকম্পের উৎসস্থল । চিনের সাংহাই প্রদেশেও এই ভূমিকম্পের অভিঘাত অনুভূত হয়। তাইওয়ান, দক্ষিণ জাপান, ফিলিপিন্সে জারি করা হয়েছে সুনামির সতর্কতা।