নয়া দিল্লি: ফের তালিবানি আতঙ্ক গ্রাস করল আফগানিস্তানকে। আফগানিস্তানের মহিলা জুনিয়র ভলিবল খেলোয়াড়কে গলা কেটে হত্যা করল তালিবান, এমনটাই জানা গিয়েছে একটি রিপোর্টে। ‘পার্সিয়ান ইন্ডিপেন্ডেন্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেদেশের জুনিয়র জাতীয় ভলিবল দলের কোচ জানিয়েছেন ওই মহিলা খেলোয়াড়ের নাম মাহজবিন হাকিমি। অক্টোবর মাসে তাঁকে খুন করে তালিবান।
তিনি আরও বলেন যে সেই সময়, তালিবান ওই মহিলা ভলিবল খেলোয়াড়ের বাড়ির লোকেদের হুমকি দিয়েছিল এই ঘটনা যাতে জানাজানি না হয়। হলে পরিবারের লোকেদের প্রাণ সংশয়ের হুমকি দেয় বলে জানান ওই কোচ। মাহজাবিন হাকিমি নামের ওই তরুণীকে অক্টোবরের শুরুতেই খুন করেছে তালিবান। তাঁর মাথা ধড় থেকে আলাদা করে দেওয়া হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। কাবুল পুরসভার ভলিবল ক্লাবে খেলতেন তিনি। গত আগস্টে আফগানিস্তান দখল করেছিল তালিবান। তারপর থেকেই তারা খুঁজে চলেছে দেশের সেরা মহিলা অ্যাথলিটদের।
সম্প্রতি মাহজবিনের গলা কাটা দেহের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মর্মাহত কোচ জানিয়েছেন, এখনও পর্যন্ত ওই দলের মাত্র ২ জন সদস্য দেশ ছাড়তে পেরেছেন। বাকিদের মধ্যে মাহজাবিন হাকিমিকে প্রাণ দিতে হয়েছে তালিবানের হাতে।
অগস্টে ক্ষমতা দখলের পর থেকেই তালিবান তন্ন তন্ন করে মহিলা ক্রীড়াবিদদের খুঁজছে। বিশেষত তালিবানের নজর ছিল আফগানিস্তানের মহিলা ভলিবল দলের সদস্যদের দিকে। কারণ এই দলটি বিভিন্ন বিদেশি ও স্থানীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছে , এমনটাই অভিযোগ।
এই পরিস্থিতিতে বহু আফগান মহিলা খেলোয়াড়ই এর মধ্যে বিভিন্ন মানবতাবাদী সংগঠন ও কাতার সরকারের দ্বারস্থ হয়েছেন, তাঁদের আফগানিস্তান ছাড়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য।