ওয়াশিংটন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য। পাকিস্তানের অভ্যন্তরে মার্কিন বিমান হানায় তালিবান নেতা মোল্লা মানসুর সম্ভবত মারা গিয়েছে। এক মার্কিন আধিকারিক এ কথা জানিয়েছেন। পশ্চিম পাকিস্তানে আফগান সীমান্ত সংলগ্ন প্রত্যন্ত এলাকায় গতকাল  বিমান হানা চালানো হয়। মানসুর ওই এলাকায় রয়েছে জেনেই এই হানা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন আধিকারিক জানিয়েছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা এই হামলা চালানোর অনুমতি দেন। তিনি আরও জানিয়েছেন, মানসুরের সঙ্গে তার এক সঙ্গীরও মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের পশ্চিম প্রান্তের শহর আহমাদ ওয়ালের কাছে একটি প্রত্যন্ত জায়গায় বেশ কয়েকটি ড্রোনের সাহায্যে হানা দেওয়া হয়।
পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক জানিয়েছেন, তালিবান নেতা মানসুর কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন জায়গায় হামলার কাজে যুক্ত মানসুর। সে আফগানিস্তানের সাধারণ মানুষ, নিরাপত্তা বাহিনী, মার্কিন ও জোট বাহিনীর পক্ষে বিপজ্জনক। সে আফগান সরকার ও তালিবানের মধ্যে শান্তি ও সমঝোতার ক্ষেত্রে বাধা হয়ে উঠেছিল। তালিবান নেতাদের আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে মানসুর।
পিটার কুক অবশ্য মানসুর মারা গিয়েছে কিনা, সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলেননি। এ ব্যাপারে তিনি বলেছেন, প্রতিরক্ষা বিভাগ পাকিস্তানের অভ্যন্তরে বিমান হানা চালানোর ফলাফল খতিয়ে দেখছে।
উল্লেখ্য, মোল্লা ওমরের মৃত্যুর পর মানসুর তালিবানের নেতা হয়ে ওঠে।