লাহৌর: পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন ভারত সীমান্তে আত্মঘাতী হামলা চালাতে পারে তালিবান, সতর্কতা জারি করেছে সেদেশের শীর্ষ সন্ত্রাসদমন সংস্থা।


সংবাদসংস্থা সূত্রে খবর, সম্প্রতি পাকিস্তানের সন্ত্রাসদমন সংস্থা ন্যাশনাল কাউন্টার-টেররিজম অথরিটি (নাকটা) একটি সন্ত্রাস-হামলার সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, লাহৌরের ওয়াঘা সীমান্ত এবং কাসুরের গন্ডা সিংহ সীমান্তকে আগামী ১৩-১৫ তারিখের মধ্যে টার্গেট করতে পারে পাক-তালিবান জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানের ফজলুল্লা গোষ্ঠী।

চিঠিতে আরও বলা হয়েছে, হামলার জন্য ইতিমধ্যেই দুজন আত্মঘাতী জঙ্গিকে গন্তব্যের উদ্দেশে পাঠানো হয়েছে। হামলার সম্ভাবনার প্রেক্ষিতে তারা পাক পঞ্জাব প্রদেশের পাক রেঞ্জার্সের ডিজি, প্রদেশের স্বরাষ্ট্র দফতর এবং পুলিশকে জানিয়েছে সাধারণ নাগরিক এবং নিরাপত্তা আধিকারিকের সুরক্ষা নিশ্চিত করতে।

পঞ্জাব স্বরাষ্ট্র দফতরকে পৃথক বার্তায় আরও বলা হয়েছে, অন্ততপক্ষে ১৬ জন আত্মঘাতী জঙ্গি পঞ্জাব প্রদেশে ঢুকে পড়েছে। তাদের লক্ষ্য, স্বাধীনতা দিবসের (১৪ আগস্ট) দিন বিভিন্ন জনসমাবেশে হামলা চালানো। এর পরই পঞ্জাব প্রদেশ জুড়ে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। জোর দেওয়া হয়েছে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে।

ইতিমধ্যেই প্রায় ৫০ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ধৃতদের জেরা করা হচ্ছে। সন্দেহ হলেই সব পরিচয় যাচাই করা হচ্ছে। পাশাপাশি, শহরে নিরাপত্তাকে আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে খোলা জায়গায় উৎসব পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

প্রসঙ্গত, ২০১৪ সালের নভেম্বর মাসে ওয়াঘাতে আত্মঘাতী হামলায় ৬০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন দুই শতাধিক। এঁরা সকলেই সীমান্তে পতাকা-অবনমন অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন।