কাবুল: দ্বিতীয়বার জঙ্গি হামলার সতর্কবার্তার মধ্যেই কাবুল বিমানবন্দর সিল করে দিল তালিবান। বিমানবন্দরগামী রাস্তাগুলোয় চেক পয়েন্ট বসানো হয়েছে। তালিবানের দাবি, বিমানবন্দরে অযথা ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত। এখনও বিমানবন্দর চত্ত্বরে আটকে ২০ ভারতীয়। ন্যাটোর বিমান ছাড়তেই বিমানবন্দর সিল করে দেওয়া হয়। 


রক্তস্নাত আফগানিস্তান ছাড়তে এখনও মরিয়া হাজার হাজার আফগান। বিমানবন্দরের চারপাশে ঠায় দাঁড়িয়ে বহু মানুষ। এরই মধ্যে তালিবান বিমানবন্দর সিল করে দেওয়ায় কাবুল বিমানবন্দর চত্বরে আটকে থাকা ভারতীয় ও অন্য দেশের নাগরিকদের দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে সংশয়। 


দ্বিতীয় জঙ্গি হামলার আশঙ্কার মধ্যেই কাবুল বিমানবন্দর চত্বরে আটকে রয়েছেন কুড়ি জনেরও বেশি ভারতীয়। সূত্রের খবর, নাশকতার সতর্কবার্তা জারি থাকায় এই মুহূর্তে কাবুলে পাঠানো যাচ্ছে না ভারতীয় বায়ুসেনার বিমান। মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করে কাবুল বিমানবন্দর চত্বরে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের চেষ্টা চলছে। খবর সূত্রের। তবে ৩১শে অগাস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ডেডলাইন থাকায় আমেরিকা মার্কিন নাগরিকদেরই অগ্রাধিকার দেবে বলে কূটনৈতিক মহলের ধারণা। 


এদিকে ফের কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, তাঁর নিরাপত্তা সূত্র জানিয়েছে, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুলে আরও একটি হামলা হতে পারে। সেই কারণে মার্কিন সেনাকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি, দ্বিতীয়বার জঙ্গি হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর চত্বর ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার কাবুলে জঙ্গি হামলার পর, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রত্যাঘাত করে আমেরিকা। আফগানিস্তানের নানগড়হর প্রদেশে মার্কিন ড্রোন হামলায় কাবুল হামলার মূল চক্রীর মৃত্যু হয়েছে বলে তারা দাবি করে। পাল্টা আঘাতের আশঙ্কায় এরপরই সতর্কবার্তা জারি করে মার্কিন প্রশাসন। 


ভারত আমেরিকা, কাতার, তাজিকিস্তান সহ বন্ধু দেশগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে আফগানিস্তানে আটকে থাকা নাগরিকদের ফেরানোর অভিযান চালাচ্ছে। কাতারে ভারতীয় মিশনের পক্ষ থেকে রবিবার রাত আটটায় একটি ট্যুইটের মাধ্যমে জানানো হয় যে, আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরানো হচ্ছে। আফগানিস্তান থেকে দোহাতে নিয়ে আসা ১৪৬ জন ভারতীয় নাগরিকের দ্বিতীয় দলকে ভারতে ফেরানো হচ্ছে।