হেরাট: আফগানিস্তান সফরে গিয়ে দেশের রাজনৈতিক প্রতিপক্ষ শিবিরকে কটাক্ষ নরেন্দ্র মোদীর? ‘গণতন্ত্রের হট্টগোল শুনতে অভ্যস্ত আমি’-এমনই জল্পনা তৈরি হয়েছে তাঁর এই মন্তব্যে।

শনিবার নয়াদিল্লি থেকে হেরাট বিমানবন্দরে নেমে সেখানকার গভর্নরের বাসভবনের উদ্দেশ্যে হেলিকপ্টারে চড়তে হয় প্রধানমন্ত্রীকে। সেখানেই তাঁর ১৭০০ কোটি টাকায় ভারতের বানিয়ে দেওয়া আফগান-ভারত মৈত্রী বাঁধের উদ্বোধন করার কথা। হেলিকপ্টারে ওঠার পর আফগান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মহম্মদ হানিফ আতমার তাঁকে কান ঢাকা টুপি পরে নেওয়ার পরামর্শ দেন। একটি সূত্রের খবর, তখন মোদী তাঁকে হেসে বলেন, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র থেকে এসেছি। গণতন্ত্রের শোরগোল শোনার অভ্যাস আছে।

হেলিকপ্টার থেকেই মোদীর একটি মাইক্রো ইরিগেশন প্রকল্প নজরে পড়ে প্রধানমন্ত্রীর। তাঁর গুজরাতের কথা মনে পড়ে গেল বলে জানান মোদী। আতমার বলেন, আপনাকে ধন্যবাদ। হেরাটের কত পরিবারকে জল, আলোর সংস্থান করে দিয়েছে এই প্রকল্প।