টেক্সাস:  শুক্রবার সকালে টেক্সাসের হিউস্টন থেকে ৫০ কিমি দূরে সান্টা ফে হাইস্কুলে বন্দুকবাজের হানা। এলোপাথাড়ি গুলিতে হত ৯ পড়ুয়া ও এক শিক্ষক। এছাড়া এই হামলায় দশ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে স্কুলের একজন রিসোর্স অফিসারও রয়েছে, যাঁর অবস্থা আশঙ্কাজনক।  সূত্রের খবর, বন্দুকবাজ ওই স্কুলেরই পড়ুয়া দিমিত্রিওস প্যাগারটজিস। ১৭ বছরের ওই পড়ুয়াকে সবাই শান্ত ছেলে হিসেবেই চিনত স্কুলে, মাঝেমধ্যে তাকে স্কুলে ফুটবল খেলতে দেখা যেত। অভিযুক্ত পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।


এবছর ফেব্রুয়ারিতে ফ্লোরিডায় পার্কল্যান্ড হাইস্কুলে নৃশংস গণহত্যার পর, এই ঘটনা ফের একবার নাড়া দিল মার্কিন প্রশাসনকে। টেক্সাসে গতকালের হামলাটিকে ভয়ঙ্কর বলে ব্যাখা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।




টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, অভিযুক্তের সঙ্গে অনেক পরিমাণের বিস্ফোরকও ছিল। এছাড়া তাঁর ফেসবুক পোস্টে একটি টি-শার্টের ছবি পাওয়া গিয়েছে, যেখানে লেখা রয়েছে ‘বর্ন টু কিল’। স্কুলে অন্য পড়ুয়ারা পুলিশকে জানিয়েছে, গতকাল টেক্সাসে ৩২ ডিগ্রি তাপমাত্রা থাকা সত্ত্বেও, হামলাকারী পড়ুয়া একটি ট্রেঞ্চ কোর্ট পরে এসেছিল। সকাল আটটা বাজার কিছু আগে সে আর্ট ক্লাসে ঢুকে পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালায়।