Thailand News: তাইল্যান্ডে এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। এক মহিলা জ্বালানি তেলের একটি গোডাউনে আগুন ধরিয়ে দিলেন বলে অভিযোগ। জানা দিয়েছে, ওই গোডাউনেই তিনি কাজ করতেন। জানা গেছে, বসের ওপর ক্ষুব্ধ হয়েই এ ধরনের সর্বনাশা কাণ্ড ঘটালেন তিনি। এই ঘটনায় কোটি কোটি টাকার লোকসান হয়েছে।
বসের ওপর ক্ষোভ থেকে গোডাউনে আগুন
ডেইলি মেলে প্রকাশিত খবর অনুযায়ী, ৩৮ বছরের অ্যান শ্রিয়া নামে ওই মহিলা কাগজের টুকরোয় আগুন ধরিয়ে জ্বালানির ট্যাঙ্কারে ছুঁড়ে দেন। এরফলে নাখোন পাথোম প্রদেশের প্রাপাকোর্ন ওয়েলের গোডাউনে বিধ্বংসী আগুন ধরে যায়। লাইটার দিয়ে অ্যান কাগজের টুকরোয় আগুন ধরান বলে অভিযোগ। এরপর ওই জ্বলন্ত কাগজেপ টুকরো তিনি তেলের ট্যাঙ্কারে ছুঁড়ে দেন। মুহূর্তে ভয়াবহ আগুন গ্রাস করে নেয় পুরো গোডাউনকে। গত ২৯ নভেম্বর এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ওই সময় নাথোন পাথোম প্রদেশে প্রাপাকোর্ন অয়েলের গোডাউনে ছিল কয়েক হাজার লিটার তেল। ফলে আগুন অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, ভারতীয় মুদ্রায় ৯ কোটি ৪ লক্ষ ৪৬ হাজার ৩৭৮ টাকার লোকসান হয়ে গিয়েছে। দমকলের বেশ কিছু ইঞ্জিনের চেষ্টায় এই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের ৪০ টি ইঞ্জিন চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
অভিযুক্ত মহিলা কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আগুন ধরিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। এমন সর্বনাশা কাজ তিনি কেন করলেন, তার প্রকৃত কারণ জানতে তদন্তকারীরা চেষ্টা চালাচ্ছেন।এই ঘটনায় আশেপাশের ১০ টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, ওই মহিলা প্রাপাকর্ন ওয়েলে গত নয় বছর ধরে কাজ করতেন। তাঁর অভিযোগ,নিয়োগকারী তাঁর সম্পর্কে প্রতিদিনই অভিযোগ করতেন। এতে তাঁর মানসিক চাপ তৈরি হত। রাগের মাথায় যে কাজ করেছেন, তাতে যে এতবড় অগ্নিকাণ্ড ঘটে যাবে, তা তিনি বুঝতে পারেননি। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি।